চাঁদপুরের শাহরাস্তিতে নামাজ আদায় করতে যাওয়ায় চতুর্থ শ্রেণির কর্মচারীকে পিটিয়ে আহত করেছেন প্রধান শিক্ষক। ১৮ মে রোববার উপজেলার টামটা উত্তর ইউনিয়নের বলশিদ হাজী আকুব আলী উচ্চ বিদ্যালয়ে এ ঘটনা ঘটে।
জানা যায়, বিদ্যালয়ের চতুর্থ শ্রেণীর কর্মচারী মো. নেয়ামত উল্লাহ জোহরের নামাজ আদায় করে ফিরে আসলে বিদ্যালয়ের প্রধান শিক্ষক অখিল চন্দ্র দেবনাথ তাড়াতাড়ি মসজিদে যাওয়ার অপরাধে তাকে মারধর শুরু করে এক পর্যায়ে অফিসে থাকা অন্যান্য কর্মচারীরা তাকে উদ্ধার করে। এসময় নেয়ামত উল্লাহর মুখমণ্ডল রক্তে ভিজে যায়। তিনি দ্রুত উপজেলা স্বাস্থ্য কমপ্লেক্সে চিকিৎসা জন্য ছুটে আসেন।
নেয়ামত উল্লাহ জানান, তিনি নামাজ আদায় করে অফিসে আসলে তাড়াতাড়ি মসজিদে যাওয়ার অভিযোগ তুলে তার মুখে এলোপাথাড়ি কিল ঘুসি মারতে থাকেন।
এ বিষয়ে বিদ্যালয়ের সভাপতি ও উপজেলা নির্বাহী কর্মকর্তার কাছে লিখিত অভিযোগ দিয়েছেন তিনি। প্রধান শিক্ষক অখিল চন্দ্র দেবনাথের মুঠোফোনে বারবার কল দেওয়া হলেও তিনি রিসিভ করেননি।
উল্লেখ্য অখিল চন্দ্র দেবনাথের বিরুদ্ধে এর আগেও বহু অভিযোগ রয়েছে। ইসলাম ধর্ম নিয়ে কটূক্তি করায় শিক্ষার্থীদের তোপের মুখে তিনি বিগত আওয়ামী লীগ শাসনামলে দীর্ঘদিন বিদ্যালয়ে যেতে পারেননি। তার বিরুদ্ধে বিক্ষোভ মিছিল হয়েছে। পরে আওয়ামী লীগের প্রভাবশালী ব্যক্তিদের হস্তক্ষেপে তিনি পুনরায় বিদ্যালয়ে ফিরে আসেন।
প্রতিবেদক: মো: জামাল হোসেন, ১৯ মে ২০২৫
Chandpur Times | চাঁদপুর টাইমস Top Newspaper in Chandpur