Home / উপজেলা সংবাদ / শাহরাস্তি / শাহরাস্তিতে নকল ওষুধ বিক্রির দায়ে ভ্রাম্যমাণ আদালতে জরিমানা
medicine

শাহরাস্তিতে নকল ওষুধ বিক্রির দায়ে ভ্রাম্যমাণ আদালতে জরিমানা

চাঁদপুর শাহরাস্তিতে নকল ওষুধ বিক্রির দায়ে খোরশেদ আলম চৌধুরী (৪৮) নামক এক ব্যক্তিকে দশ হাজার টাকা জরিমানা করেছে ভ্রাম্যমান আদালত। জানা যায়, রোববার(১৪ এপ্রিল) সকালে উপজেলার কলিয়াপাড়া বাজারের মদীনা ফার্মেসীতে ব্রোকার হিসেবে পাইকারি মূল্যে ওষুধ বিক্রি করতে আসেন খোরশেদ আলম।

বাজার মূল্যের চেয়ে কম মূল্যে ওষুধ দেয়ায় ফার্মেসী মালিক বিল্লাল হোসেনের সন্দেহ হলে তাকে বসিয়ে রেখে থানায় খবর দেয়। খবর পেয়ে সকাল ৯ টায় শাহরাস্তি থানার এসআই আবুল কালাম আজাদ ও পিএস আই খোরশেদ আলম সঙ্গীয় ফোর্স তাকে আটক করে থানায় নিয়ে আসেন।

দুপুর ২টায় উপজেলা সহকারী কমিশনার (ভূমি) ও নির্বাহী ম্যাজিস্ট্রেট উম্মে হাবিবা মীরা ভ্রাম্যমাণ আদালতের মাধ্যমে ভোক্তা অধিকার আইন ২০০৯ এর ৪১ ধারা মতে দশ হাজার টাকা জরিমানা করেন এবং আটক কৃত নকল ওষুধ জনসম্মুখে নষ্ট করার নির্দেশ দেন।

এসআই আবুল কালাম আজাদ জানান, খবর পেয়ে আমরা সঙ্গীয় ফোর্স নিয়ে তাকে ও সাথে থাকা স্কয়ার ফার্মাসিউটিক্যালস এর ঔষধ সেকলোর অবিকল দুই বক্স নকল ওষুধ সহ তাকে আটক করি। পরবর্তীতে স্কয়ার ফার্মাসিউটিক্যালসের একজন স্থানীয় মেডিকেল প্রমোশন অফিসারের মাধ্যমে আসল সেকলো সংগ্রহ করি। বক্স এবং পাতায় (স্ট্রিপ) কোন পার্থক্য নাথাকলেও ভেতরে কপস্যুল সেলে পার্থক্য ধরা পড়ে। সাজাপ্রাপ্ত খোরশেদ আলম পার্শ্ববর্তী কচুয়া উপজেলার তালতলী গ্রামের মৃত আঃ হামিদের পুত্র।

স্টাফ করেসপন্ডেট
১৪ এপ্রিল,২০১৯