শাহরাস্তিতে ধানখেত থেকে প্রবাসফেরত যুবকের মৃতদেহ উদ্ধার

চাঁদপুরের শাহরাস্তিতে মাছ ধরতে গিয়ে লাশ হয়ে ফিরলেন মোহন হোসেন (২৪) নামে প্রবাসফেরত যুবক। বুধবার (২ অক্টোবর) রাত সাড়ে ১২টার দিকে উপজেলার রায়শ্রী দক্ষিণ ইউনিয়নের নাহারা গ্রামের মেম্বার বাড়ির পাশের একটি ধানক্ষেত থেকে তার লাশ উদ্ধার করেন স্থানীয়রা।

মোহন মেম্বার বাড়ির ফয়েজ আহমেদের ছেলে। গত ৮ দিন আগে তিনি সৌদি আরব থেকে ছুটিতে বাড়িতে আসেন।

স্বজনরা জানান, বুধবার বৃষ্টির মধ্যে দুপুরে জাল নিয়ে মাছ ধরতে বের হন তিনি। দুপুর পর্যন্ত মাছ ধরা শেষ করে বাড়ি না ফেরায় পরিবারের লোকজন তাকে খোঁজাখুঁজি এবং এলাকায় মাইকিং করেন। রাত সাড়ে ১২টার সময় বাড়ির পাশের একটি ধানক্ষেতে তার লাশ দেখতে পান স্বজনরা।

নিহতের চাচা ভাই আহসান হাবিব পাটোয়ারী বলেন, মাছ ধরতে গিয়ে সে আর ফিরে আসেনি। রাত সাড়ে ১২টার সময় এলাকার লোকজন মৃত অবস্থায় বাড়ি পাশের একটি ধানক্ষেতে পান। বৃহস্পতিবার সকালে নামাজে জানাজা শেষে মোহনকে পারিবারিক কবরস্থানে দাফন করা হয়।

শাহরাস্তি মডেল থানার ওসি মোহাম্মদ আলমগীর হোসেন বলেন, পুলিশ ঘটনাস্থল পরিদর্শন করেছে। পানিতে ডুবে মোহনের মৃত্যু হয়েছে বলে পরিবারের ধারণা। থানায় এখনো অভিযোগ করা হয়নি।

প্রতিবেদক: মো: জামাল হোসেন, ৩ অক্টোবর ২০২৪

Share