মো. মাহবুব আলম, শাহরাস্তি (চাঁদপুর) :
চাঁদপুর-কুমিল্লা অঞ্চলের মাদক ও ইয়াবা ব্যবসায়ী আমির হোসেন সওদাগর (৪৮) ২ সহযোগীসহ পুলিশের হাতে আটক হয়েছে। বুধবার গভীর রাতে গোপন সংবাদের ভিত্তিতে শাহরাস্তি মডেল থানা পুলিশ উপজেলার দেবীপুর গ্রামের আমির হোসেন সওদাগরের বসতঘর থেকে ৫০ পিচ ইয়াবা ও ১০ বোতল ফেনসিডিলসহ ওই ৩ জনকে আটক করে থানায় নিয়ে আসে।
শাহরাস্তি মডেল থানা সূত্রে জানা যায়, দেবীপুর গ্রামের মাদক ব্যবসায়ী আমির হোসেন সওদাগর দীর্ঘদিন যাবৎ ইয়াবা, ফেনসিডিলসহ বিভিন্ন মাদকদ্রব্য বিক্রি করে আসছে। ওইদিন গভীর রাতে থানা পুলিশ গোপন সংবাদের ভিত্তিতে অভিযান চালিয়ে ৫০ পিচ ইয়াবা ও ১০ বোতল ফেনসিডিল সহ তাদেরকে গ্রেপ্তার করে থানায় নিয়ে আসে। গ্রেপ্তারকৃত অন্যরা হলেন আব্দুল করিম (৪০) ও গোলাম হোসেন (৩০)।
চাঁদপুর জেলার পুলিশ সুপার সামছুন্নাহারের নির্দেশনায় শাহরাস্তি মডেল থানার অফিসার ইনচার্জ মোঃ মিজানুর রহমান, ওসি (তদন্ত) দিলদার আজাদের নেতৃত্বে উপ-পরিদর্শক (এস.আই) মোঃ আব্দুল মান্নান, মোঃ কামাল হোসেন, মোঃ নিজাম উদ্দিন, সমির চন্দ্র, সহকারী উপ-পরিদর্শক (এএসআই) আব্দুল ওহাব, মোঃ শহীদ, মাসুম রানা, ফরিদ মিয়াসহ সঙ্গীয় ফোর্স এ অভিযানে অংশ নেয়।
এ বিষয়ে শাহরাস্তি মডেল থানায় মাদকদ্রব্য নিয়ন্ত্রণ আইনে একটি মামলা দায়ের করা হয়েছে। গ্রেপ্তারকৃতদের বৃহস্পতিবার কোর্টের মাধ্যমে জেল হাজতে প্রেরণ করা হয়।
আপডেট : বাংলাদেশ সময় : ০৯:১৬ অপরাহ্ন, ১৮ আষাঢ় ১৪২২ বঙ্গাব্দ, বৃহস্পতিবার ০২ জুলাই ২০১৫ খ্রিস্টাব্দ
চাঁদপুর টাইমস : প্রতিনিধি/এমআরআর/২০১৫
চাঁদপুর টাইমস ডট কম–এ প্রকাশিত/প্রচারিত সংবাদ, আলোকচিত্র, ভিডিওচিত্র, অডিও বিনা অনুমতিতে ব্যবহার করা বেআইনি