শাহরাস্তি

শাহরাস্তিতে দক্ষ কারিগরদের প্রশিক্ষণ কর্মশালা

বাংলাদেশ এসোসিয়েশন ফর কমিউনিটি এডুকেশন (বেইস) এর উদ্যোগে শাহরাস্তিতে দু’দিন ব্যাপী দক্ষ কারিগরদের প্রশিক্ষণ কর্মশালা অনুষ্ঠিত হয়েছে।

রোববার (২৩ জুলাই) সকাল ১১ টায় পঞ্চগ্রাম শামছুল হক গণবিদ্যালয় মিলনায়তনে এ প্রশিক্ষণ কর্মশালা অনুষ্ঠিত হয়।

বেইস (কর্মসূচী) উপ-পরিচালক মোঃ কামরুল হাসান খোন্দকারের সভাপতিত্বে ও বেইস পঞ্চগ্রাম ড.শামছুল হক গণবিদ্যালয়ের অধ্যক্ষ মোঃ মাছুম ইকবালের সঞ্চালনায় অনুষ্ঠানে প্রধান অতিথির বক্তব্য রাখেন উপজেলা নির্বাহী কর্মকর্তা মোহাম্মদ হাবিব উল্লাহ মারুফ।

বিশেষ অতিথির বক্তব্য রাখেন করফুলেন্নেছা মহিলা ডিগ্রি কলেজের ভারপ্রাপ্ত অধ্যক্ষ উৎপলা রানী পাল। অন্যানের মাঝে উপস্থিত ছিলেন বেইস ট্রেনিং অফিসার কানুন পান্ডে, হিসাব রক্ষক মোঃ শাহজাহান আলী প্রমুখ।
কর্মশালার মাধ্যমে শাহরাস্তির বিক্ষিপ্ত আকারে বিভিন্ন কারিগরি কাজে ৭০ জন দক্ষ কারিগরদের ট্রেনিং প্রদান করা হচ্ছে।

পরবর্তিতে তাদের মাধ্যমে ১শ’৫০ জন তৃণমূল পর্যায়ে কারিগরি কাজে যুক্ত সাধারণদের প্রশিক্ষণ প্রদান করে সরকারি ভাবে সনদ প্রদান করা হবে বলে জানান বেইস উপ-পরিচালক। দক্ষ জনশক্তি গড়ার লক্ষে বেইস এর এই কার্যক্রম অব্যাহত থাকবে বলে জানা যায়।

মোঃ মাহবুব আলমঃ
: আপডেট, বাংলাদেশ সময় ১১: ৫৫ পিএম, ২৩ জুলাই ২০১৭, রোববার
ডিএইচ

Share