শাহরাস্তিতে প্রধানমন্ত্রী শেখ হাসিনার ত্রাণ তহবিলের আর্থিক অনুদানের চেক প্রদান করা হয়েছে। ৩০ মার্চ মঙ্গলবার উপজেলা প্রশাসনের আয়োজনে উপজেলা পরিষদ মিলনায়তনে এ আর্থিক অনুদানের চেক প্রদান করা হয়।
উপজেলা নির্বাহী অফিসার শিরীন আক্তারের সভাপতিত্বে প্রধান অতিথি হিসেবে টেলিকনফারেন্সের মাধ্যমে বক্তব্য প্রদান করেন স্থানীয় সাংসদ মেজর (অবঃ) রফিকুল ইসলাম, বীর উত্তম।
এসময় উপস্থিত ছিলেন উপজেলা পরিষদের ভাইস চেয়ারম্যান তোফায়েল আহমেদ ইরানি মহিলা ভাইস চেয়ারম্যান কামরুন নাহার কাজলসহ, সরকারি বিভিন্ন দপ্তরের কর্মকর্তাবৃন্দ এবং উপকারভোগীবৃন্দ।
প্রতিবেদক:মো.জামাল হোসেন,৩০ মার্চ ২০২১
Chandpur Times | চাঁদপুর টাইমস Top Newspaper in Chandpur