চাঁদপুরের শাহরাস্তি উপজেলার পশ্চিম উপলদ্যা এলাকায় যৌথ বাহিনীর অভিযানে তালিকাভুক্ত মাদক ব্যবসায়ী স্বপন মিয়া (৩৩) গ্রেফতার হয়েছেন। ১০ নভেম্বর সোমবার সকালে ১০টার দিকে হাজীগঞ্জ আর্মি ক্যাম্পের একটি দল স্থানীয় গোপন সংবাদের ভিত্তিতে উপজেলার পশ্চিম উপলদ্যা এলাকায় যৌথ অভিযান পরিচালনা করে।
অভিযানে স্বপন মিয়ার কাছ থেকে ১৫ পিস ইয়াবা ট্যাবলেট উদ্ধার করা হয়। অভিযান শেষে গ্রেফতারকৃত আসামি ও উদ্ধারকৃত মাদকদ্রব্য শাহরাস্তি থানা পুলিশের কাছে হস্তান্তর করা হয়েছে।
যৌথ বাহিনীর সদস্যরা জানিয়েছেন, চলমান এই অভিযানের মূল লক্ষ্য চাঁদপুর জেলাকে মাদক, সন্ত্রাস ও চাঁদাবাজমুক্ত জেলা হিসেবে প্রতিষ্ঠা করা।
নিজস্ব প্রতিবেদক/
১০ নভেম্বর ২০২৫
Chandpur Times | চাঁদপুর টাইমস Top Newspaper in Chandpur