শাহরাস্তিতে ডাচ বাংলার এজেন্ট ব্যাংকিং শাখা উদ্বোধন

চাঁদপুরের শাহরাস্তি উপজেলার প্রাণকেন্দ্র ঠাকুর বাজারে ডাচ বাংলা ব্যাংক লিমিটেডের এজেন্ট ব্যাংকিং শাখার উদ্বোধন রোববার বিকাল ৫ টায় রাজ্জাক ম্যানশনের নিচ তলায় করা হয়েছে।

মেহের ডিগ্রি কলেজ পরিচালনা পর্ষদের সভাপতি ও সাবেক অধ্যক্ষ এম.এ আউয়াল মজুমদারের সভাপতিত্বে ডাচ্ বাংলা ব্যাংক লিমিটেডের এজেন্ট ব্যাংকিং শাখা উদ্বোধনী অনুষ্ঠানে প্রধান অতিথি ছিলেন শাহরাস্তি উপজেলা নির্বাহী কর্মকর্তা মোঃ সামিউল মাসুদ।

এজেন্ট ব্যাংকিং শাখার শুভ উদ্বোধন করেন ডাচ্ বাংলা ব্যাংক লিমিটেডের কুমিল্লা শাখার এভিপিওআরএম দর্পন কান্তি রায়। বিশেষ অতিথি ছিলেন উপজেলা সহকারী কমিশনার (ভূমি) জেসমিন আকতার বানু, নাটোর জেলা প্রশাসক কার্যালয়ের সহকারী কমিশনার ও নির্বাহী ম্যাজিস্ট্রেট মোতাসিম বিল্লাহ, ফিরোজপুর জেলা প্রশাসক কার্যালয়ের সহকারী কমিশনার ও নির্বাহী ম্যাজিস্ট্রেট মোঃ আস্সদিক জামান, মেহের ডিগ্রি কলেজের অধ্যক্ষ মোঃ মিজানুর রহমান, মেহের ডিগ্রি কলেজের সাবেক ভারপ্রাপ্ত অধ্যক্ষ যদু চন্দ্র শীল।

সমাজসেবক শাহজাহান মজুমদার সাজুর সঞ্চালনায় উদ্বোধনী অনুষ্ঠানে উপস্থিত ছিলেন, শাহরাস্তির ঠাকুর বাজার ডাচ্ বাংলা ব্যাংক লিমিটেডের এজেন্ট ব্যাংকিং শাখার স্বত্বাধিকারী মোঃ ফখরুল আলম পাটওয়ারী, ডাচ্ বাংলা ব্যাংক লিমিটেডের চাঁদপুর এরিয়া ম্যানেজার মোঃ শাখাওয়াত হোসেন, চাঁদপুর শাখা ম্যানেজার মোঃ নাসিমুল হক, রাজনীতিবিদ শেখ বেলায়েত হোসেন সেলিম।

অনুষ্ঠানে ডাচ্ বাংলা ব্যাংক লিমিটেডের কর্মকর্তারা এজেন্ট ব্যাংকিং শাখার উল্লেখযোগ্য সুবিধা তুলে ধরে বক্তব্য রাখেন। দোয়া ও মোনাজাত পরিচালনা করেন হাফেজ মাওলানা মোঃ মাসুম বিল্লাহ।

মো. মাহবুব আলম, শাহরাস্তি করেসপন্ডেন্ট [/author]

Share