চাঁদপুরের শাহরাস্তিতে ডাকাতিয়া নদীতে পড়ে আড়াই বছরের শিশু নিখোঁজ রয়েছে। শিশুটিকে উদ্ধারে অভিযান চালিয়ে যাচ্ছে ডুবুরি দল ও এলাকাবাসী। রোববার (২২ জুন) বিকেলে উপজেলার পাথৈর শান্তিরাম বাড়ির কুদ্দুস মিয়ার দুই সন্তান খাদিজা আক্তার (৪) ও আড়াই বছর বয়সী কাউসার নদী থেকে বালু উত্তোলন দেখতে আসে।
এ সময় কাউসার হঠাৎ করে নদীতে পড়ে যায়। তার বোন খোদেজা ছুটে গিয়ে বাড়িতে জানালে বাড়ির লোকজন ঘটনাস্থলে এসে শিশুটিকে উদ্ধারে নেমে পড়ে। বহু খোঁজাখুঁজি করেও শিশুটিকে না পেয়ে চাঁদপুর জেলার ডুবুরি দলকে খবর দিলে তারা শিশুটি উদ্ধারে অভিযান শুরু করে। শেষ খবর পাওয়া পর্যন্ত শিশুটিকে উদ্ধার করা যায়নি।
স্থানীয় ইউপি সদস্য আবুল কাশেম জানান, সংবাদ পেয়ে আমি ঘটনাস্থলে ছুটে আসি, এলাকাবাসী সহ আমরা শিশুটিকে উদ্ধার করতে চেষ্টা করি। স্থানীয় নূর হোসেন রাজু জানান, শত শত লোক শিশুটিকে উদ্ধার করতে নদীতে নেমে পড়েন। কিন্তু নদীতে পানির স্রোত বেশি হওয়ায় জাল ফেলেও শিশুটিকে খুঁজে পাওয়া যায়নি।
শাহরাস্তি মডেল থানায় (ওসি)আবুল বাসার জানান, শিশুটিকে উদ্ধার করতে ফায়ার সার্ভিস কর্মীরা কাজ করছে। শিশুটি উদ্ধার না হওয়া পর্যন্ত অভিযান অব্যাহত থাকবে।
প্রতিবেদক: মোঃ জামাল হোসেন, ২২ জুন ২০২৫
Chandpur Times | চাঁদপুর টাইমস Top Newspaper in Chandpur