চাঁদপুর শাহরাস্তিতে সাগরিকা এক্সপ্রেস ট্রেনের ধাক্কায় পিকআপ চালকসহ ২ জন হতাহত হয়েছে। ৮ ডিসেম্বর মঙ্গলবার সাড়ে ৩ টার দিকে চাঁদপুর থেকে ছেড়ে আসা সাগরিকা এক্সপ্রেস ট্রেনের সাথে শাহরাস্তি বাজার থেকে কাঁকৈরতলা বাজারগামী মেহের উত্তর ইউনিয়নের বড়লিয়া রেলক্রসিং স্থান এলাকায় সাগরিকা ট্রেনের ধাক্কায় পিকআপ গাড়ি ছিন্ন-বিচ্ছিন্ন হয়ে যায়।
ঘটনাস্থলে একই ইউনিয়নের পিকআপ চালক নায়নাগর গ্রামের মির বাড়ির সিরাজুল ইসলামের ছেলে মোঃ শাহাদাত হোসেন (৪০) নিহত হন।
পিকআপে থাকা হেল্পার মোঃ শফিকুর রহমানের ছেলে মোহাম্মদ আনোয়ার হোসেন (৩৮) গুরুতর আহত হয়, স্থানীয় এলাকাবাসী তাকে উদ্ধার করে কুমিল্লা মেডিকেল কলেজে হাসপাতলে নিয়ে যায়। আশাঙ্কাজনক অবস্থায় সেখানে চিকিৎসারত পিকআপের হেলপার আনোয়ার রয়েছেন।
খবর পেয়ে শাহরাস্তি থানা পুলিশ উপ-পরিদর্শক এসআই শেখ কামাল ও সঙ্গীয় ফোর্স নিয়ে ঘটনাস্থলে যান, এছাড়াও চাঁদপুর রেলওয়ের জিআরপি পুলিশ এ এসআই মোঃ আসাদ হোসেন ঘটনাস্থলে পরিদর্শন করেন।
তিনি জানান স্থানীয় ইউপি চেয়ারম্যান, ইউপি সদস্য ও এলাকার গণ্যমান্য ব্যক্তিবর্গের উপস্থিতি সকলের সম্মতিক্রমে পিকআপ চালক শাহাদাতের মরদেহ পরিবারের নিকট হস্তান্তর করা হয়।
স্থানীয় এলাকাবাসী জানায় চালকদের অসাবধানতার কারণে এই দুর্ঘটনার শিকার হন।
প্রতিবেদক:মো.জামাল হোসেন,৮ ডিসেম্বর ২০২০
Chandpur Times | চাঁদপুর টাইমস Top Newspaper in Chandpur