শাহরাস্তিতে ট্রাক চাপায় মোটরসাইকেল আরোহী নিহত

চাঁদপুরের শাহরাস্তিতে ট্রাক চাপায় মোটরসাইকেল আরোহী বেলাল হোসেন (৩৫) মারা গেছে। বৃহস্পতিবার (২৩ জানুয়ারি ২০২৫) বিকেলে দোয়াভাংগা-পানিওয়ালা সড়কের লোটরা এলাকায় এ দুর্ঘটনা ঘটে।

প্রত্যক্ষদর্শীরা জানান, বিকেলে দ্রুত গতিতে আসা বালুভর্তি ট্রাক মোটরসাইকেলটিকে চাপা দিলে ঘটনাস্থলেই রাগৈ গ্রামের নূর মোহাম্মদের ছেলে মোটরসাইকেল আরোহী বেলাল হোসেন প্রাণ হারান।

এলাকাবাসী ট্রাকটিকে আটক করে পুলিশের হাতে তুলে দেয়। ট্রাক চালক পালিয়ে যায়।

শাহরাস্তি থানা পুলিশ ঘটনাস্থলে গিয়ে মৃতদেহটি উদ্ধার করে থানায় নিয়ে আসে।

প্রতিবেদক: মো: জামাল হোসেন, ২৩ জানুয়ারি ২০২৫

Share