Home / উপজেলা সংবাদ / শাহরাস্তি / শাহরাস্তিতে ট্যাংক থেকে গৃহবধূর লাশ উদ্ধার
Dead-Lash-Khun-

শাহরাস্তিতে ট্যাংক থেকে গৃহবধূর লাশ উদ্ধার

চাঁদপুরের শাহরাস্তি উপজেলা চিতোষী পশ্চিম ইউনিয়নের খেড়িহর গ্রামের তেলিয়া বাড়ির সেফটিক ট্যাংক থেকে ৩ সন্তানের জননির রুমু বেগমের লাশ উদ্ধার করা হয়েছে।

গত ৭ মে দুপুরে এ ঘটনাটি ঘটে , ঘটনা সূত্রে জানা যায়, বেলা দেড়টায় রুমু বেগমের কন্যা মারজান (৪) তার মায়ের মৃতদেহ সেফটি ট্র্যাংকের ভেতরে দেখতে পেয়ে ডাক চিৎকার করে এর পর বাড়ির লোকজন এসে লাশটি উদ্ধার করে থানা খবর দিলে পুলিশ ঘটনাস্থলে উপস্থিত হয়। রোববার (৮ মে) পুলিশ লাশটি ময়না তদন্তের জন্য চাঁদপুর মর্গে প্রেরণ করে।

ঘটনার পর থেকে রুনু বেগমের স্বামী জামাল হোসেন পলাতক রয়েছে। ধারণা করা হচ্ছে রুমু বেগমকে মেরে সেফটিক ট্যাংককে ফেলে রাখা হয়েছে। তার হত্যার জন্য তার স্বামীকে দায়ী করেছে পরিবারের সদস্যরা।

রুমু বেগমের ভাই মিন্টু বাদী হয়ে একটি হত্যা মামলা দায়ের করেছেন।

এ ব্যাপারে মামলার তদন্ত কর্মকর্তা উপ-পরিদর্শক মোঃ কামাল উদ্দিন জানান, ময়না তদন্তের রির্পোট আসার পর পরবর্তী প্রদক্ষেপ নেওয়া হবে।তার স্বামী জামাল হোসেন পলাতক রয়েছেন।

মো. মাহবুব আলম, শাহরাস্তি করেসপন্ডেন্ট