শাহরাস্তি

শাহরাস্তিতে জেএসসিতে গড় পাসের হার ৯৪.৪০ ভাগ : জিপিএ-৫ ৩ শ’

চাঁদপুর জেলার শাহরাস্তি উপজেলার চলতি ২০১৫ সালের জেএসসি পরীক্ষায় ৩৪টি মাধ্যমিক বিদ্যালয়ের গড় পাসের হার ৯৪.৪০ ভাগ।

এতে জিপিএ ৫ পেয়েছে ৩ শতাধিক শিক্ষার্থী। ৫টি বিদ্যালয়ে শতভাগ পাস করেছে। উপজেলায় ফলাফলে শ্রেষ্ঠত্ব অর্জন করেছে সূচিপাড়া উচ্চ বিদ্যালয়।

উপজেলার ৩৪টি বিদ্যালয়ে মোট পরীক্ষার্থী ৩৬৪৭ জন। এতে পাস করেছে ৩৪৪৩ জন। অকৃতকার্য হয়েছে ২০৪ জন। উপজেলার সূচিপাড়া উচ্চ বিদ্যায়ে মোট পরীক্ষার্থী ১৯৩ জন। এতে মোট পাস করেছে ১৮৭ জন, অকৃতকার্য হয়েছে ৬ জন, জিপিএ-৫ পেয়েছে ৩০ জন।

উপজেলায় দ্বিতীয় স্থান অর্জন করেছে ওয়ারুক রহমানিয়া উচ্চ বিদ্যালয়। এতে মোট পরীক্ষার্থী ২৬৪ জন। কৃতকার্য হয়েছে ২৫৩ জন। অকৃতকার্য হয়েছে ১১ জন। জিপিএ ৫ পেয়েছে ৩০ জন।

ফলাফলের দিক থেকে ৩য় স্থান অর্জন করেছে রাগৈ উচ্চ বিদ্যালয়। এতে মোট পরীক্ষার্থী ১৬৮ জন, পাস করেছে ১৬১ জন, অকৃতকার্য হয়েছে ৭ জন, জিপিএ-৫ পেয়েছে ২১ জন।

উপজেলার শতভাগ পাস করা স্কুলগুলো হচ্ছে দেবকরা মারগুবা উচ্চ বিদ্যালয়, বাদিয়া এম.হক উচ্চ বিদ্যালয়, হোসেনপুর বালিকা উচ্চ বিদ্যালয়, মৌলভী আক্রাম আলী জুনিয়র উচ্চ বিদ্যালয় ও উল্লাশ্বর সরকারি প্রাথমিক বিদ্যালয়।

মো. মাহবুব আলম, শাহরাস্তি করেসপন্ডেন্ট

 

|| আপডেট: ১০:০৫ পিএম, ৩১ ডিসেম্বর ২০১৫, বৃহস্পতিবার

এমআরআর  

Share