শাহরাস্তিতে জুয়ার দায়ে ৬ জনের কারাদণ্ড

চাঁদপুরের শাহরাস্তিতে জুয়ার দায়ে বৃহস্পতিবার (৩০ জুন)ভ্রাম্যমান আদালতে ৬ জনকে বিভিন্ন মেয়াদে সাজা প্রদান করা হয়।

বেলা ১২ টায় উপজেলা নির্বাহী কর্মকর্তা ও নির্বাহী ম্যাজিস্ট্রেট মো. সামিউল মাসুদ আদালতে হাজির করা হলে এ রায় প্রদান করা হয়।

শাহরাস্তি মডেল থানার উপ-পরিদর্শক (এসআই) মো. মহিউদ্দিন গোপন সংবাদের ভিত্তিতে সঙ্গীয় ফোর্স নিয়ে গত বুধবার (২৯ জুন) রাতে মেহার দক্ষিণ ইউনিয়নের মালরা গ্রাম থেকে মো. বিল্লাল হোসেন (৪০) মো. শাহপরান (৩০), মো. তৌফিকুল ইসলাম (২২), মো. সুজন (২৫) পিতা- মো. জাকির হোসেন , সাং ভোলদিঘী, মো. সাকিল (২৫), মো. মহিউদ্দিন পিতাÑমৃত আব্দুল জলিল, সাং-পদুয়া।

তারা মালরা গ্রামের বিল্লাল হোসেনের ঘরে জুয়া খেলা মগ্ন ছিল। এসময় সবাই শাহরাস্তি পুলিশ খেলা অবস্থা আটক করে।

আটককৃত মো. বিল্লাল হোসেনকে তার বসত ঘরে জুয়াড় আসর বসার কারণে তাকে ১ মাসের ১৮৬৭ এর ৪ ধারায় জুয়া আইনে দোষী সাব্যস্থ করে তাদের স্বীকার উক্তি অনুযায়ী ওই ৫ জনকে ১৫ দিনের বিনাশ্রম কারাদন্ড দন্ডিত করা হয়।


প্রতিবেদক- মো. মাহবুব আলম, শাহরাস্তি করেসপন্ডেন্ট

Share