শাহরাস্তিতে জিয়াউর রহমানের শাহাদতবার্ষিকীতে সভা ও দোয়া

চাঁদপুরের শাহরাস্তি উপজেলা ও পৌর বিএনপির উদ্যোগে শহীদ প্রেসিডেন্ট জিয়াউর রহমানের ৪১ তম শাহাদতবার্ষিকী উপলক্ষে আলোচনা সভা ও দোয়া মাহফিল হয়েছে।

সোমবার (৩০ মে) বিকেলে শাহরাস্তি গেইট দোয়াভাঙ্গা থ্রী স্টার কমিউনিটি সেন্টারে এটি অনুষ্ঠিত হয়।

উপজেলা বিএনপি’র সভাপতি, বিশিষ্ট ব্যবসায়ী আলহাজ্ব আয়েত আলী ভূঁইয়ার সভাপতিত্বে প্রধান অতিথি হিসেবে টেলিকনফারেন্সের মাধ্যমে বক্তব্য রাখেনশাহরাস্তি- হাজিগঞ্জ বিএনপি’র প্রধান সমন্বয়ক, জেলা বিএনপির সাবেক সভাপতি ইঞ্জি. মমিনুল হক।

উপজেলা যুবদলের আহবায়ক আলী আজগর মিয়াজীর সঞ্চালনায় এ সময় বক্তব্য রাখেন উপজেলা বিএনপি’র সাধারণ সম্পাদক সাবেক ইউপি চেয়ারম্যান সেলিম পাটোয়ারী লিটন, পৌর বিএনপি’র সিঃ সহ-সভাপতি মোঃ আবুল কালাম পাটোয়ারী, উপজেলা বিএনপির সহ-সভাপতি শাহ মোহাম্মদ আলী, সংগঠনিক সম্পাদক এটিএম জিয়াউদ্দিন বাদল,
বিএনপি নেতা ও উপজেলা মৎস্য দলের সভাপতি আব্দুল মতিন সর্দার, উপজেলা বিএনপি’র সহ- সম্পাদক আবুল কাশেম বেপারী, বিএনপি নেতা ও সাবেক ইউপি চেয়ারম্যান মোঃ আবদুর রশিদ, চিতোষী পশ্চিম ইউনিয়ন বিএনপির সভাপতি মোঃ আনোয়ার হোসেন, সূচীপাড়া উত্তর ইউনিয়ন বিএনপির সভাপতি আলী আকবর ব্যাপারি, চিতোষী পূর্ব ইউনিয়ন বিএনপি’র সাধারণ সম্পাদক মোঃ জসিম উদ্দিন এম এস সি,উপজেলা যুবদলের সদস্য সচিব এহেতেশামুল গনি, উপজেলা স্বেচ্ছাসেবক দলের সদস্য সচিব মোয়াজ্জেম হোসেন শিপন, উপজেলা ছাত্রদলের আহ্বায়ক ইঞ্জিনিয়ার এবিএম পলাশ, সদস্য সচিব আজগর হোসেন মিয়াজী। এসময় উপস্থিত ছিলেন বিভিন্ন ইউনিয়ন বিএনপি, যুবদল, স্বেচ্ছাসেবক দল, ছাত্রদল ও সহযোগী সংগঠনের সভাপতি /সম্পাদকসহ বিভিন্ন ইউনিটের নেতৃবৃন্দ।

আলোচনা সভা শেষে শহীদ রাষ্ট্রপতি জিয়াউর রহমানের ৪১ তম শাহাদাত বার্ষিকী উপলক্ষে মরহুমের আত্মার মাগফেরাত কামনা করে এবং শাহরাস্তি উপজেলা বিএনপি’র প্রতিষ্ঠাতা সাবেক সভাপতি সিদ্দিকুর রহমান মাস্টার ও সাবেক সভাপতি দেলোয়ার হোসেন মিয়াজীসহ যেসকল বিএনপি নেতৃবৃন্দ এ দুনিয়া থেকে বিদায় নিয়েছে সকলের আত্মার কামনা করে বিশেষ দোয়া করা হয়।

শাহরাস্তি প্রতিনিধি, ৩০ মে ২০২২

Share