শাহরাস্তিতে জামায়াতের বিক্ষোভ

মো. মাহবুব আলম :

জামায়াতের কেন্দ্রীয় সহকারী সেক্রেটারী জেনারেল কামারুজ্জামানের ফাঁসির রায় বহাল রাখার প্রতিবাদে সারাদেশের ন্যায় শাহরাস্তিতেও বিক্ষোভ মিছিল করেছে জামায়াতে ইসলামী।

সোমবার বিকেল সাড়ে ৫টায় কুমিল্লা-চাঁদপুর আঞ্চলিক মহাসড়কের শাহরাস্তি গেইটে এ বিক্ষোভ করে তারা। মিছিলে জামায়াত শিবিরের নেতাকর্মীরা স্বতস্ফূর্তভাবে অংশগ্রহণ করে।

এ সময় উপস্থিত ছিলেন জামায়াত নেতা- মোঃ শাহ আলম, মোঃ আমান উল্লাহ, মোঃ সুমন, শিবির নেতা মোঃ আবুল বাসার, মোঃ ওমর ফারুক, মোঃ হেলাল উদ্দিনসহ অন্য কর্মীবৃন্দ।

এ সময় বক্তারা বলেন, জামায়াতে ইসলামীর কেন্দ্রীয় নির্দেশক্রমে ৭ ও ৮ এপ্রিল ২ দিনের ডাকা হরতাল সফল করার লক্ষে ও জামায়াত নেতা কামারুজ্জামানের বিরুদ্ধে ফাঁসির রায় বহাল রাখা একনায়কতন্ত্রের বর্হিপ্রকাশ। মিথ্যাবিচারে নিরপরাধ ব্যক্তিকে ফাঁসিতে ঝুলিয়ে মৃত্যুদন্ড দেয়াটা মানবতা বিপন্নের সামিল বলে উল্লেখ করেন।

চাঁদপুর টাইমস : এমআরআর/এমএ/২০১৫

Share