শাহরাস্তিতে জমির মাটি কাটা অপরাধে দুলাখ টাকা জরিমানা
শাহরাস্তিতে ফসলী জমির মাটি কাটার অপরাধে জমির মালিক ও ভেকুর মালিক কে ভ্রাম্যমান আদালত কর্তৃক ২ লক্ষ টাকা অর্থদণ্ড প্রদান,ভেকুর ব্যাটারি ও যন্ত্রাংশ জব্দ।
উপজেলা নির্বাহী কর্মকর্তা নাজিয়া হোসেনের দিকনির্দেশনায় (২৭ ডিসেম্বর) শনিবার দিবাগত রাতে বিভিন্ন ফসলি মাঠে অবৈধভাবে মাটি কাটার অপরাধে উপজেলা প্রশাসন ও যৌথ বাহিনীর রাতভর অভিযান চলে। উপজেলার টামটা উত্তর ইউনিয়নের বোস্তা ও টামটা দক্ষিণ ইউনিয়নের কুলসি ও পৌর এলাকার নোয়াগাঁও ওয়াকওয়ের উত্তর পাশের এলাকায় রাতভর অভিযান পরিচালনা করা হয়। অবৈধভাবে কৃষি ফসলি জমির মাটি কাটার বিরুদ্ধে অভিযান পরিচালনা করে অবৈধ বেকুর ব্যাটারি জব্দ ও মোবাইল কোর্ট পরিচালনার মাধ্যমে অভিযুক্ত দুই ব্যক্তিকে বালুমহল ও মাটি ব্যবস্থাপনা আইন ২০০৯ এর বিভিন্ন ধারার অপরাধে মাটি ব্যবসায়ী বিল্লাল হোসেন, জমির মালিক মোহাম্মদ আরিফ হোসেনসহ এ দুজনকে দুই লক্ষ টাকা অর্থদণ্ড প্রদান করেছেন ভ্রাম্যমাণ আদালত। ভ্রাম্যমান আদালত পরিচালনা করেন শাহরাস্তি উপজেলার সহকারী কমিশনার (ভূমি) ও বিজ্ঞ এক্সিকিউটিভ ম্যাজিস্ট্রেট হিল্লোল চাকমা,,উক্ত অভিযানে সহযোগিতা করেন বাংলাদেশ সেনাবাহিনী হাজীগঞ্জ ক্যাম্পাস সদস্য ও উপজেলা আনসার সদস্যগণ।
উক্ত অভিযানে অভিযুক্ত ব্যক্তিগণ উপজেলা প্রশাসনকে মুচলেকা প্রদান করেন তারা ভবিষ্যতে এ ধরনের অবৈধ মাটি ব্যবসা করবেন না বলে অঙ্গীকার প্রদান করেন ।
প্রতিবেদক: মোঃ জামাল হোসেন
২৮ ডিসেম্বর ২০২৫