Home / উপজেলা সংবাদ / শাহরাস্তি / শাহরাস্তিতে জনতা ব্যাংক কর্মকর্তার ঝুলন্ত মরদেহ উদ্ধার
জনতা

শাহরাস্তিতে জনতা ব্যাংক কর্মকর্তার ঝুলন্ত মরদেহ উদ্ধার

শাহরাস্তি উপজেলার সূচীপাড়া শাখার জনতা ব্যাংক কর্মকর্তাকে অর্থ আত্মসাতের অভিযোগে সিঃ কর্মকর্তাকে আটকের একদিন পর আরেক কর্মকর্তা গলায় ফাঁস দিয়ে আত্মহত্যা করেছেন।

মঙ্গলবার (১৫ এপ্রিল ২০২৫) সকাল ১১ টায় শাহরাস্তি থানা পুলিশ জনতা ব্যাংক পিএলসি সূচীপাড়া বাজার শাখার সিনিয়র কর্মকর্তা রাকিবুল হাসান (২৮) মরদেহ সূচীপাড়া বাজারস্থ আপন প্লাজা ভবনের থেকে উদ্ধার করে।

সহকর্মী নাজিম উদ্দিন জানান,রাকিব সোমবার দিবাগত রাত সাড়ে ১১টা পর্যন্ত তার সাথে স্বাভাবিক কথাবার্তা শেষে স্ব-স্ব রুমে দরজা বন্ধ করে ঘুমিয়ে পড়ে। সকাল ৮টার দিকে তার কক্ষের দরজা না খোলায় সন্দেহ হলে স্থানীয় লোকজনের সহায়তা শাহরাস্তি থানায় সংবাদ দেন।

জনতা

এদিকে এই সংবাদ পেয়ে শাহরাস্তি থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) আবুল বাসার, উপপরিদর্শক (এসআই) আইয়ুব খান এবং ফায়ার সার্ভিসের সদস্যরা ওই কক্ষের দরজা ভেঙে ফ্যানের সিলিং রডের সাথে ঝুলন্ত অবস্থায় মরদেহটি উদ্ধার করে।

স্থানীয়রা জানান, মঙ্গলবার সকালে তার বাসায় কোনো সাড়াশব্দ না পেয়ে পার্শ্ববর্তী রুমে থাকা তার সহকর্মী নাজিম উদ্দিন দরজায় নক দেয়। এ সময় ভেতর থেকে কোনো শব্দ না পেয়ে তিনি বিষয়টি শাখা ব্যবস্থাপক কার্তিক চন্দ্র ঘোষকে অবহিত করলে তিনি শাহরাস্তি থানাকে অবহিত করেন। পুলিশ ঘটনাস্থলে পৌঁছে রুমের দরজা ভেঙ্গে সকাল ১১ টায় তার মৃতদেহ উদ্ধার করে।

নিহত রাকিবের মৃতদেহের পাশ থেকে একটি চিরকুট উদ্ধার করা হয়। তাতে লেখা ছিল, ‘জাবেদ ভাইকে আমি মাফ করে দিলাম।’

উল্লেখ্য,গত সোমবার (১৪ এপ্রিল ২০২৫) জনতা ব্যাংকের সিনিয়র অফিসার জাবেদ হোসাইন কে ৮৪ লাখ টাকা আত্মসাতের অভিযোগে শাহরাস্তি থানা পুলিশ আটক করে কোর্টে প্রেরণ করলে বিচারক জেল হাজতে পাঠান।

নিহত রাকিবুল হাসান শরিয়তপুরের জাজিরা উপজেলার পাচুখাকান্দি গ্রামের সিরাজুল ইসলামের ছেলে।

শাহরাস্তি মডেল থানার ওসি আবুল বাসার জানান, মরদেহটি ময়না তদন্তের জন্য চাঁদপুর সরকারি জেনারেল হাসপাতালের মর্গে পাঠানো হয়েছে। আইনি প্রক্রিয়া শেষে তার মরদহ হস্তান্তর করা হবে।

প্রতিবেদক: মোঃ জামাল হোসেন, ১৫ এপ্রিল ২০২৫