চাঁদপুরের শাহরাস্তিতে মাদকসেবীর ৬ মাসের কারাদ- দিয়েছে ভ্রাম্যমাণ আদালত। বুধবার (২৯ মার্চ) উপজেলা নির্বাহী ম্যাজিস্ট্রেট এ আদেশ দেন।
কারাদণ্ডপ্রাপ্ত মো. ইব্রাহীম (৩৯) প্রকাশ (হেঞ্জু) শাহরাস্তি উপজেলার টামটা দক্ষিণ ইউপির ভাটনীখোলা গ্রামের মৃত খলিলুর রহমানের পুত্র।
থানা সূত্রে জানা যায়, মঙ্গলবার রাতে উপজেলার টামটা উত্তর পাড়া মদিনা মার্কেট থেকে মাদক সেবনরত অবস্থায় ইব্রাহীককে স্থানীয় জনতা আটক করে থানা পুলিশকে খবর দেয়।
পরে বুধবার তাকে উপজেলা নির্বাহী ম্যাজিস্ট্রেটের ভ্রাম্যমাণ আদালত এ হাজির করা হলে আদালত এ আদেশ দেন।
করেসপন্ডেন্ট
আপডেট, বাংলাদেশ সময় ০২: ০০ এএম, ৩০ মার্চ ২০১৭, বৃহস্পতিবার
ডিএইচ
Chandpur Times | চাঁদপুর টাইমস Top Newspaper in Chandpur