শাহরাস্তিতে ছিনতাইকৃত অটোরিকশা উদ্ধার, যুবক গ্রেফতার
চাঁদপুরের শাহরাস্তিতে ছিনতাইকৃত অটোরিকশা উদ্ধার” দস্যুতা মামলায় গ্রেফতার করেছে শাকিল নামের এক যুবককে রাতের অন্ধকারে ছিনতাই হওয়া অটোরিকশাটি উদ্ধার করেছে শাহরাস্তি মডেল থানা পুলিশ।
পুলিশের অভিযানে লক্ষ্মীপুরের রামগতি থানায় গিয়ে। গ্রেফতার হলো দস্যুতা মামলার তদন্তে সন্দিগ্ধ আসামী মো. শাকিল আহমেদ ফারুক (২৭)। উদ্ধার করা হয়েছে ছিনতাইকৃত অটোরিকশা।
জানা যায়, শাহরাস্তি মডেল থানায় দায়ের হওয়া দস্যুতা মামলা। অফিসার ইনচার্জ (ওসি) মোহাম্মদ আবুল বাসার, পিপিএম (বার)-এর দিকনির্দেশনায় এসআই মিঠুন দাসের নেতৃত্বে একটি টিম রামগতি থানার বিভিন্ন এলাকায় অভিযান চালায়। অভিযানেই ধরা পড়ে ব্রাহ্মণবাড়িয়ার কসবা উপজেলার মাদলা উত্তর পাড়ার শাকিল আহমেদ ফারুক।
শাকিলকে আদালতের মাধ্যমে জেলহাজতে পাঠানো হয়েছে।
অফিসার ইনচার্জ (ওসি) মোহাম্মদ আবুল বাসার জানান, “ঘটনার পর থেকেই আমরা অভিযান চালাচ্ছি। অভিযানে আশা করি খুব দ্রুতই মামলার মূল রহস্য উদ্ঘাটন এবং বাকি আসামিদের গ্রেফতার সম্ভব হবে।”
প্রতিবেদক: মোঃ জামাল হোসেন
২৯ অক্টোবর ২০২৫