শাহরাস্তিতে ৬ ইউনিয়ন পরিষদ নির্বাচনে আওয়ামী লীগ ১, বিএনপি ১ ও স্বতন্ত্র ২ জন বেসরকারিভাবে বিজয়ী হয়েছেন।
আর বাকী ২ ইউনিয়নের মধ্যে রায়শ্রী উত্তর ইউনিয়নে বিএনপির প্রার্থী সেলিম পাটওয়ারী লিটন ৮শ’ ভোটে এগিয়ে রয়েছেন কিন্তু ১ কেন্দ্র স্থগিত রয়েছে। একই উপজেলার চিতষী পূর্ব ইউনিয়নের আওয়ামীলীগের প্রার্থী আবু ইউসুফ পাটওয়ারী এগিয়ে রয়েছেন সেখানে ১ কেন্দ্র স্থগিত থাকার কারণে ফলাফল ঘোষণা করা হয়নি।
শনিবার (৭ মে) রাত ৯টায় শাহরাস্তি উপজেলা নির্বাচন কর্মকর্তা নিশাত পারভীন ও মতলব দক্ষিণ উপজেলা নির্বাচন কর্মকর্তা এম.এ.আজিজ এসব তথ্য জানান।
সুচীপাড়া উত্তর ইউনিয়নে আওয়ামীলীগ মনোনীত প্রার্থী মোঃ মোস্তফা কামাল মজুমদার ৩ হাজার ৯ শত ৩৫ ভোট পেয়ে বেসরকারি ভাবে বিজয়ী হয়েছেন। তার নিকটতম প্রতিদ্বন্দ্বী বিএনপি’র বর্তমান চেয়ারম্যান মোঃ হাবীবুর রহমান পাটোয়ারী পেয়েছেন ৩ হাজার ৩ শত ৮৭ ভোট।
সুচীপাড়া দক্ষিন ইউনিয়নে স্বতন্ত্র প্রার্থী (বিদ্রোহী বিএনপি) মোঃ আঃ রশিদ ৩ হাজার ৩ শত ৯৪ ভোট পেয়ে বেসরকারি ভাবে বিজয়ী হয়েছেন। তার নিকটতম অপর স্বতন্ত্র প্রার্থী (বিদ্রোহী আওয়ামীলীগ) মোঃ মাসুদ আলম পাটোয়ারী পেয়েছেন ৩ হাজার ২৬ ভোট।
চিতোষী পশ্চিম ইউনিয়নে বিএনপি’র বর্তমান চেয়ারম্যান জোবায়েদ কবির বাহাদুর ৪ হাজার ৩ শত ৪৫ ভোট পেয়ে বেসরকারি ভাবে বিজয়ী হয়েছেন। তার নিকটতম প্রতিদ্বন্দ্বী আওয়ামীলীগের প্রার্থী মোঃ আনোয়ার হোসেন পেয়েছেন ৩ হাজার ৭ শত ৭৬ ভোট।
রায়শ্রী দক্ষিন ইউনিয়নে স্বতন্ত্র প্রার্থী (বিদ্রোহী বিএনপি) মোঃ আবু হানিফ ৩ হাজার ১ শত ২৫ ভোট পেয়ে বেসরকারি ভাবে বিজয়ী হয়েছেন। তার নিকটতম প্রতিদ্বন্দ্বী আওয়ামীলীগ প্রার্থী ডাঃ মোঃ আঃ রাজ্জাক পেয়েছেন ২ হাজার ৬ শত ২৫ ভোট।
রায়শ্রী উত্তর ইউনিয়নে গোলযোগের কারণে একটি কেন্দ্রে ভোট গ্রহন স্থগিত হওয়ায় ওই ইউনিয়নের ফলাফল স্থগিত রাখা হয়েছে।
এতে ৮ টি কেন্দ্রে বিএনপি’র বর্তমান চেয়ারম্যান মোঃ সেলিম পাটোয়ারি লিটন ৩ হাজার ৭ শত ৪৫ ভোট পেয়েছেন। আওয়ামীলীগ মনোনীত প্রার্থী মোঃ মোশারফ হোসেন ২ হাজার ৭ শত ৭৪ ভোট পেয়েছেন।
চিতোষী পূর্ব ইউনিয়নে গোলযোগের কারণে একটি কেন্দ্রে ভোট গ্রহণ স্থগিত হওয়ায় ওই ইউনিয়নের ফলাফলও স্থগিত রাখা হয়েছে।
এতে আওয়ামী লীগের বর্তমান চেয়ারম্যান মোঃ আবু ইউসুফ পাটোয়ারী ৩ হাজার ২ শত ৯৬ ভোট পেয়েছেন। বিদ্রোহী বিএনপি প্রার্থী ইঞ্জিঃ মোঃ আলম বেলাল ২ হাজার ৯ শত ৪৫ ভোট পেয়েছেন।
মো. মাহবুব আলম, শাহরাস্তি করেসপন্ডেন্ট [/author]
: আপডেট ১২:৩০ এএম, ০৮ মে ২০১৬, রোববার
ডিএইচ