Home / উপজেলা সংবাদ / শাহরাস্তি / শাহরাস্তিতে চেয়ারম্যান নির্বাচিত হলেন যারা
শাহরাস্তিতে চেয়ারম্যান নির্বাচিত হলেন যারা
মো. মোস্তফা কামাল মজুমদার (নৌকা), জোবায়েদ কবির বাহাদুর (ধানের শীষ), বিএনপির বিদ্রোহী আবু হানিফ (স্বতন্ত্র), বিএনপির বিদ্রোহী আবদুর রশিদ (স্বতন্ত্র)

শাহরাস্তিতে চেয়ারম্যান নির্বাচিত হলেন যারা

শাহরাস্তিতে ৬ ইউনিয়ন পরিষদ নির্বাচনে আওয়ামী লীগ ১, বিএনপি ১ ও স্বতন্ত্র ২ জন বেসরকারিভাবে বিজয়ী হয়েছেন।

আর বাকী ২ ইউনিয়নের মধ্যে রায়শ্রী উত্তর ইউনিয়নে বিএনপির প্রার্থী সেলিম পাটওয়ারী লিটন ৮শ’ ভোটে এগিয়ে রয়েছেন কিন্তু ১ কেন্দ্র স্থগিত রয়েছে। একই উপজেলার চিতষী পূর্ব ইউনিয়নের আওয়ামীলীগের প্রার্থী আবু ইউসুফ পাটওয়ারী এগিয়ে রয়েছেন সেখানে ১ কেন্দ্র স্থগিত থাকার কারণে ফলাফল ঘোষণা করা হয়নি।

শনিবার (৭ মে) রাত ৯টায় শাহরাস্তি উপজেলা নির্বাচন কর্মকর্তা নিশাত পারভীন ও মতলব দক্ষিণ উপজেলা নির্বাচন কর্মকর্তা এম.এ.আজিজ এসব তথ্য জানান।

সুচীপাড়া উত্তর ইউনিয়নে আওয়ামীলীগ মনোনীত প্রার্থী মোঃ মোস্তফা কামাল মজুমদার ৩ হাজার ৯ শত ৩৫ ভোট পেয়ে বেসরকারি ভাবে বিজয়ী হয়েছেন। তার নিকটতম প্রতিদ্বন্দ্বী বিএনপি’র বর্তমান চেয়ারম্যান মোঃ হাবীবুর রহমান পাটোয়ারী পেয়েছেন ৩ হাজার ৩ শত ৮৭ ভোট।

সুচীপাড়া দক্ষিন ইউনিয়নে স্বতন্ত্র প্রার্থী (বিদ্রোহী বিএনপি) মোঃ আঃ রশিদ ৩ হাজার ৩ শত ৯৪ ভোট পেয়ে বেসরকারি ভাবে বিজয়ী হয়েছেন। তার নিকটতম অপর স্বতন্ত্র প্রার্থী (বিদ্রোহী আওয়ামীলীগ) মোঃ মাসুদ আলম পাটোয়ারী পেয়েছেন ৩ হাজার ২৬ ভোট।

চিতোষী পশ্চিম ইউনিয়নে বিএনপি’র বর্তমান চেয়ারম্যান জোবায়েদ কবির বাহাদুর ৪ হাজার ৩ শত ৪৫ ভোট পেয়ে বেসরকারি ভাবে বিজয়ী হয়েছেন। তার নিকটতম প্রতিদ্বন্দ্বী আওয়ামীলীগের প্রার্থী মোঃ আনোয়ার হোসেন পেয়েছেন ৩ হাজার ৭ শত ৭৬ ভোট।

রায়শ্রী দক্ষিন ইউনিয়নে স্বতন্ত্র প্রার্থী (বিদ্রোহী বিএনপি) মোঃ আবু হানিফ ৩ হাজার ১ শত ২৫ ভোট পেয়ে বেসরকারি ভাবে বিজয়ী হয়েছেন। তার নিকটতম প্রতিদ্বন্দ্বী আওয়ামীলীগ প্রার্থী ডাঃ মোঃ আঃ রাজ্জাক পেয়েছেন ২ হাজার ৬ শত ২৫ ভোট।

রায়শ্রী উত্তর ইউনিয়নে গোলযোগের কারণে একটি কেন্দ্রে ভোট গ্রহন স্থগিত হওয়ায় ওই ইউনিয়নের ফলাফল স্থগিত রাখা হয়েছে।

এতে ৮ টি কেন্দ্রে বিএনপি’র বর্তমান চেয়ারম্যান মোঃ সেলিম পাটোয়ারি লিটন ৩ হাজার ৭ শত ৪৫ ভোট পেয়েছেন। আওয়ামীলীগ মনোনীত প্রার্থী মোঃ মোশারফ হোসেন ২ হাজার ৭ শত ৭৪ ভোট পেয়েছেন।

চিতোষী পূর্ব ইউনিয়নে গোলযোগের কারণে একটি কেন্দ্রে ভোট গ্রহণ স্থগিত হওয়ায় ওই ইউনিয়নের ফলাফলও স্থগিত রাখা হয়েছে।

এতে আওয়ামী লীগের বর্তমান চেয়ারম্যান মোঃ আবু ইউসুফ পাটোয়ারী ৩ হাজার ২ শত ৯৬ ভোট পেয়েছেন। বিদ্রোহী বিএনপি প্রার্থী ইঞ্জিঃ মোঃ আলম বেলাল ২ হাজার ৯ শত ৪৫ ভোট পেয়েছেন।

মো. মাহবুব আলম, শাহরাস্তি করেসপন্ডেন্ট [/author]

: আপডেট ১২:৩০ এএম, ০৮ মে ২০১৬, রোববার
ডিএইচ