চাঁদপুরে শাহরাস্তিতে শনিবার (২৬ আগস্ট) রাত ২টার দিকে ঘূর্ণিঝড়ে ঘরবাড়ি বিধ্বস্তসহ ব্যাপক ক্ষয়ক্ষতি হয়েছে। বহু গাছ পালা ভেঙ্গে গেছে ও বিদ্যুতের খুঁটি ভেঙ্গে মূলতার ছিড়ে বিদ্যুৎ বিছিন্ন হয়ে পড়েছে।
সংবাদ পেয়ে উপজেলা প্রশাসন ও আওয়ামী লীগ নেতৃবৃন্দ বিভিন্ন এলাকা পরিদর্শন করেন । শুক্রবার গভীর রাতে ভারী বর্ষণের সাথে হঠাৎ ঘূর্ণিঝড় নেমে আসে।
শহরের কালিয়াপাড়ায় অবস্থিত শাহরাস্তি বিদ্যানিকেতন ক্যাম্পাস, দোয়াভাঙ্গা, ওয়ারুক বাজার, নোয়াগাঁও ও ঠাকুর বাজার মহামায়া এলাকায় বড় বড় গাছ উপড়ে পড়ে বিদ্যুতের খুঁটি এবং দোকানসহ বহু ক্ষয়ক্ষতি হয়।
ঠাকুর বাজার সড়কের ওপর গাছ উপড়ে পড়ায় যান চলাচল বন্ধ হয়ে যায়। স্থানীয় এলাকাবাসীর সহযোগিতায় গাছ সরিয়ে যান চলাচল সচল করে । ক্ষতিগ্রস্থ শাহরাস্তি বিদ্যা নিকেতন বিদ্যালয়ের পরিচালনা কমিটির সভাপতি জানান, আমর বিদ্যালয়ের অফিস ও ১২ টি শ্রেণি কক্ষ ঘূর্ণিঝড়ের আঘাতে ব্যাপক ক্ষয়ক্ষতি হয়।
এ সময় উপস্থিত ছিলেন উপজেলা আওয়ামী লীগের সাধারণ সম্পাদক মো. কামরুজ্জামান মিন্টু, উপজেলা প্রকল্প বাস্তবায়ন কর্মকর্তা মো. আতিকুর রহমান, বিদ্যানিকেতনের সহ-সভাপতি মো. শাহজাহান, সাধারণ সম্পাদক মো. শাহাদাত হোসেন সাধু, অধ্যক্ষ মো. শফিকুর রহমান, কোষাধক্ষ মো. তোছাদ্দেক হোসেনসহ এলাকার সুধীজন।