শাহরাস্তিতে জাতির পিতা বঙ্গবন্ধু শেখ মুজিবুর রহমানের ৪৭ তম শাহাদতবার্ষিকী ও জাতীয় শোক দিবস এবং ২১ আগস্ট শেখ হাসিনাকে হত্যার উদ্দেশ্যে বর্বরোচিত গ্রেনেড হামলায় নিহতদের স্মরণে আলোচনা ও প্রার্থনা সভা হয়েছে।
২১ আগস্ট বিকেলে বাংলাদেশ পূজা উদযাপন পরিষদ, মেহের কালীবাড়ি কার্যকারী সংসদ,বাংলাদেশ হিন্দু, বৌদ্ধ খৃস্টান ঐক্য পরিষদ শাহরাস্তি উপজেলা শাখার আয়োজনে মেহের কালীবাড়ি হরিসভা মিলনায়তনে এ আলোচনা ও প্রার্থনা সভা অনুষ্ঠিত হয়।
উপজেলা পূজা উদযাপন কমিটির সভাপতি বাবু নিখিল চন্দ্র মজুমদারের সভাপতিত্বে প্রধান অতিথি হিসেবে টেলিকনফারেন্সে বক্তব্য রাখেন চাঁদপুর-৫ শাহরাস্তি-হাজীগঞ্জ নির্বাচনী এলাকার সংসদ সদস্য মেজর (অবঃ) রফিকুল ইসলাম, বীর উত্তম, এমপি। করফুলেন্নেছা সরকারি মহিলা কলেজের প্রভাষক কৃষ্ণ কান্ত পালের সঞ্চালনায়
এ সময় বক্তব্য রাখেন উপজেলা পরিষদের চেয়ারম্যান নাসরিন জাহান চৌধুরী শেফালী, উপজেলা নির্বাহী অফিসার মোহাম্মদ হুমায়ন রশিদ, শাহরাস্তি পৌর মেয়র হাজী আব্দুল লতিফ, উপজেলা পরিষদের ভাইস চেয়ারম্যান তোফায়েল আহমেদ ইরান, উপজেলা আওয়ামী লীগের সভাপতি (ভারপ্রাপ্ত) মোঃ মোস্তফা কামাল মজুমদার, সুচিপাড়া ডিগ্রী কলেজের অধ্যক্ষ মোঃ হুমায়ুন কবির ভূঁইয়া, উপজেলা আওয়ামীলীগের প্রচার ও প্রকাশনা সম্পাদক জেড এম আনোয়ার, পৌর আওয়ামী লীগের যুগ্ন আহবায়ক আব্দুল মান্নান বেপারী, মেহার উচ্চ বিদ্যালয়ের প্রধান শিক্ষক সঞ্জিত সরকার, ডাঃ নিমায় চন্দ্র পাল, সুভাষ চন্দ্র মাধু, ডাঃ কমল মজুমদারসহ
বাংলাদেশ পূজা উদযাপন পরিষদ, মেহের কালীবাড়ি কার্যকারী সংসদ,বাংলাদেশ হিন্দু, বৌদ্ধ খৃস্টান ঐক্য পরিষদ সকল নেতৃবৃন্দ আলোচনা শেষে শহীদদের আত্মার কামনায় প্রার্থনা করা হয়।
প্রতিবেদক: জামাল হোসেন, ২১ আগস্ট ২০২২
Chandpur Times | চাঁদপুর টাইমস Top Newspaper in Chandpur