Home / উপজেলা সংবাদ / শাহরাস্তি / শাহরাস্তিতে গ্যাস সিলিন্ডারের দাম বৃদ্ধির দায়ে ৬ দোকানিকে জরিমানা
গ্যাস

শাহরাস্তিতে গ্যাস সিলিন্ডারের দাম বৃদ্ধির দায়ে ৬ দোকানিকে জরিমানা

চাঁদপুরের শাহরাস্তিতে গ্যাস সিলিন্ডারের দাম বৃদ্ধির দায়ে ৬ দোকানিকে ২৯ হাজার টাকা অর্থদন্ড প্রদান করা হয়েছে।সোমবার দুপুরে উপজেলা প্রশাসনের অভিযানে সুচিপাড়া ও আয়নাতলী বাজারে অভিযুক্ত দোকানিদের এ দন্ড প্রদান করা হয়। ওইদিন চাঁদপুর জেলা প্রশাসনের সিনিয়র সহকারী কমিশনার ও এক্সিকিউটিভ ম্যাজিস্ট্রেট (অভিযোগ ও তদন্ত শাখা, পর্যটন সেল ) অমৃত দেব নাথ এ অভিযান পরিচালনা করেন।ওই সময় গ্যাসের সিলিন্ডারের অতিরিক্ত দাম রাখার দায়ে ভোক্তা অধিকার সংরক্ষণ আইন, ২০০৯ এর এর বিভিন্ন ধারায় ৬ টি পৃথক মামলায় ৬ জন ব্যবসায়ীকে মোট ২৯ হাজার টাকা অর্থদণ্ড প্রদান করেন।

এ সময় অভিযুক্ত দোকানিরা ন্যায্যমূল্যের অধিক দাম রাখবে না মর্মে মুচলেকা প্রদান করেন। একই সঙ্গে দোকানিদের পাকা স্লিপ সংরক্ষণ এবং মূল্য তালিকা প্রদর্শনের জন্যও নির্দেশ প্রদান করা হয়।

এ প্রসঙ্গে শাহরাস্তি উপজেলা নির্বাহী অফিসার ও বিজ্ঞ নির্বাহী ম্যাজিস্ট্রেট মোহাম্মদ ইয়াসির আরাফাত বলেন, সকল ব্যবসায়ীদের নিত্য প্রয়োজনীয় পণ্য সঠিক দামে বিক্রি করার জন্য বলা হল, অন্যথায় অভিযুক্ত দোকানিদের প্রচলিত আইনের আওতায় আনা হবে।

প্রতিবেদক: মো:জামাল হোসেন, ২৬ আগস্ট ২০২৪