চাঁদপুর শাহরাস্তিতে এক গৃহবধূর রহস্যজনক মৃত্যু হয়েছে। ২৬ ডিসেম্বর শনিবার উন্নত চিকিৎসার জন্য কুমিল্লা মেডিকেল কলেজ হাসপাতাল নেয়া হলে ভোর রাতে হাসপাতাল গেটেই তার মৃত্যু হয়েছে।
নিহতের পরিবার সূত্র জানায়, উপজেলার টামটা দক্ষিণ ইউনিয়নের কুলশী গ্রামের মোঃ ইউসূফ আলীর কন্যা জান্নাতুল ফেরদাউস (২২) শুক্রবার রাতে একই ইউনিয়নের টামটা গ্রামে তার শ্বশুর বাড়িতে অসুস্থ হয়ে পড়ে। রাত ১১ টা ৫৫ মিনিটে তার স্বামী ইসমাইল হোসেন ও পরিবারের অন্যান্য লোকজন শাহরাস্তি উপজেলা স্বাস্থ্য কমপ্লেক্সে নিলে কর্তব্যরত চিকিৎসক আশঙ্কাজনক অবস্থায় কুমিল্লা প্রেরণ করে।
রাতেই কুমিল্লা মেডিকেল কলেজ হাসপাতাল নেয়ার পথে হাসপাতাল গেটে তার মৃত্যু হয়।
শাহরাস্তি উপজেলা স্বাস্থ্য কমপ্লেক্সের জরুরী বিভাগ সূত্রে জানা যায়, নিহত গৃহবধূ কীটনাশক জাতীয় কোন দ্রব্য সেবন করতে পারে।
এ ঘটনায় নিহতের ভাই মোঃ সোহরাব হোসেন বাদী হয়ে শাহরাস্তি থানায় একটি অপমৃত্যু মামলা দায়ের করেছে।
শাহরাস্তি থানা অফিসার ইনচার্জ মোঃ আবদুল মান্নান জানান, মৃত্যুর সঠিক কারণ জানতে নিহতের লাশ মর্গে প্রেরণ করা হয়েছে।
প্রতিবেদকঃমোঃ জামাল হোসেন,২৬ ডিসেম্বর ২০২০
Chandpur Times | চাঁদপুর টাইমস Top Newspaper in Chandpur