চাঁদপুরের শাহরাস্তি উপজেলার কাঁকৈরতলা গ্রামে গায়ে কেরোসিন ঢেলে আগুন দিয়ে মনোয়ারা বেগম (২৭) নামে এক যুবতী আত্মহত্যা করেছে। শনিবার (৩ মার্চ) পুলিশ লাশ উদ্ধার করে ময়না তদন্তের জন্য চাঁদপুরমর্গে প্রেরণকরেন।
এদিন ভোরে ওই গ্রামের হতদরিদ্র রুহুল আমিনের মেয়ে মনোয়ারা বেগম শরীরে কেরোসিন ঢেলে আত্মহত্যার চেষ্টা করে। এ সময় তার ডাকচিৎকারে আশপাশের ঘর থেকে লোকজন ছুটেএসে দেখে শরীর আগুনে ঝলসে গেছে।
নুরুল আমিন জানান, আমার বড় ভাইয়ের মেয়ে মানসিক ভারসাম্যহীন ছিল, তার মা ও মানসিক ভারসাম্যহীন ছিল।
খবর পেয়ে ওই দিন সকালে শাহরাস্তি থানার উপ-পরিদর্শক (এসআই) মোঃ হুমায়ুন কবীর ও মোঃ কামাল হোসেন সঙ্গীয় ফোর্স তরুনীর লাশ সুরুতহাল শেষে মর্গে প্রেরণ করেন। ওই দিন রাত ৯ টায় তার নিজ বাড়িতে জানাজা শেষে তার লাশ পারিবারিক গোরস্থানে দাফন করা হয়।
এ বিষয়ে শাহরাস্তি থানার উপ-পরিদর্শক (এসআই) মোঃ কামাল হোসেন জানান, এ ঘটনায় একটি অপমৃত্যু মামলা দায়ের করা হয়েছে।
প্রতিবেদক-মো. মাহবুব আলম
Chandpur Times | চাঁদপুর টাইমস Top Newspaper in Chandpur