শাহরাস্তিতে গাঁজাসহ ২ জনকে আটক করেছে থানা পুলিশ। থানা সূত্রে জানায়, ২০ ডিসেম্বর রোববার রাতে রায়শ্রী দক্ষিণ ইউনিয়নের আহমদ নগর গ্রামের আব্দুস সাত্তারের দোকান হতে গাবতলী রোড দুলা মিয়ার বাড়ির সামনে পাকা রাস্তা হতে গোপন সংবাদের ভিত্তিতে ২ মাদক কাবরবারীকে কে ২৫০ গ্রাম গাজাসহ আটক করা হয়।
আটককৃতরা হলেন মোঃ আজমীর (২৫), পিতা- হারিছ মিয়া, গ্রাম- গল্লাই ওয়ার্ড নং- ০৭,কাশেম মেম্বার বাড়ী, থানা- চান্দিনা, কুমিল্লা, মোঃ পারভেজ (২০), পিতা- ফারুক, গ্রাম- হোসেনপুর (স্বর্ণকার পাড়া জিসি বাড়ি), শাহরাস্তি।
মাদকদ্রব্য নিয়ন্ত্রণ আইনে গ্রেফতারকৃত আসামিদেরকে আদালতে সোপর্দ করা হয়।
প্রতিবেদক:মো.জামাল হোসেন,২০ ডিসেম্বর ২০২০
Chandpur Times | চাঁদপুর টাইমস Top Newspaper in Chandpur