Home / উপজেলা সংবাদ / শাহরাস্তি / শাহরাস্তিতে গমখাল থেকে অজ্ঞাত ব্যক্তির মরদেহ উদ্ধার
গমখাল
প্রতীকী ছবি

শাহরাস্তিতে গমখাল থেকে অজ্ঞাত ব্যক্তির মরদেহ উদ্ধার

চাঁদপুরের শাহরাস্তিতে রাগৈ বিল গমখাল শোরসাক উত্তরপাড়া এশুর বাড়ি ব্রিজের সংলগ্নে অজ্ঞাত ব্যক্তির লাশ উদ্ধার করেছে শাহরাস্তি থানা পুলিশ। বুধবার (১৫ জানুয়ারি ২০২৫) দুপুরে শোরসাক রাউত বাড়ির মৃত আ. রহমানের ছেলে আ. খালেক মাছ ধরতে আসলে খালের মাঝখানে মৃতদেহ দেখে পার্শ্ববর্তী লোকজনকে খবর দেন।

মাঝখানে মৃতদেহ দেখে পার্শ্ববর্তী লোকজনকে খবর দেন। এ সময় এলাকাবাসী ঘটনাস্থলে ছুটে আসে। সংবাদ পেয়ে শাহরাস্তি থানা পুলিশ এসে মৃতদেহটি উদ্ধার করে। ধারণা করা হচ্ছে, ৮ থেকে ১০ দিন পূর্বে তার মৃত্যু হয়েছে। এটি হত্যা নাকি স্বাভাবিক মৃত্যু এ বিষয়ে নিশ্চিত হতে পারেনি পুলিশ। মৃতদেহটির পরিচয় পাওয়া যায়নি।

থানার ওসি মোহাম্মদ আবুল বাসার জানান, ময়না তদন্ত শেষে বিস্তারিত জানা যাবে। এ বিষয়ে আইনানুগ ব্যবস্থা নেয়া হবে।

প্রতিবেদক:মো: জামাল হোসেন, ১৫ জানুয়ারি ২০২৪