শাহরাস্তিতে গভীর রাতে এসিল্যান্ডের অভিযান ও জরিমানা

চাঁদপুরের শাহরাস্তিতে কৃষি জমি রক্ষার্থে আবারও কঠোর আইন প্রয়োগের দৃঢ় নজির গড়লেন সহকারী কমিশনার (ভূমি) ও এক্সিকিউটিভ ম্যাজিস্ট্রেট হিল্লোল চাকমা।

৯ জানুয়ারি গভীর রাত। ঘন কুয়াশা, হাড়কাঁপানো শীত—সব উপেক্ষা করে রাত ১১টা থেকে ভোর ৩টা পর্যন্ত বিভিন্ন স্থানে টানা অভিযানে মাঠে নামেন তিনি।

স্থানীয় এলাকাবাসীর অভিযোগের ভিত্তিতে উপজেলা নির্বাহী অফিসার নাজিয়া হোসেনের নির্দেশনায় পরিচালিত এ অভিযানে বিভিন্ন এলাকায় অবৈধভাবে কৃষি ফসলি জমির মাটি কাটার ঘটনা সনাক্ত করা হয়।

অভিযানে চিতোষী পশ্চিম ইউনিয়নের খেড়িহর ফসলি মাঠে মাটি কাটার অপরাধে মাটি ব্যবসায়ী রাশেদ কে । বালু মহল ও মাটি ব্যবস্থাপনা আইন ২০০৯-এর ১৫ ধারার অপরাধে মোবাইল কোর্টের মাধ্যমে তাকে ৫০ হাজার টাকা জরিমানা করেন নির্বাহী ম্যাজিস্ট্রেট হিল্লোল চাকমা। রাতের আঁধারে চলা মাটি কাটার মতো অপরাধে এমন দ্রুত ও কঠোর পদক্ষেপে সন্তোষ প্রকাশ করেছেন সচেতন মহল।

অভিযানে সহযোগিতা করে শাহরাস্তি থানা পুলিশ ও উপজেলা আনসার সদস্যরা। কৃষি জমি রক্ষায় দিন–রাত যেভাবে অভিযান পরিচালনা করছেন এই তরুণ প্রশাসনিক কর্মকর্তা, তা ইতিমধ্যেই উপজেলা ব‍্যাপী আলোচনার কেন্দ্রবিন্দু হয়ে উঠেছে।

ফসলি জমি রক্ষার্থে এ অভিযান অব্যাহত থাকবে।

প্রতিবেদক: মো. জামাল হোসেন/
১০ জানুয়ারি ২০২৬