শাহরাস্তিতে খালেদা জিয়ার মাগফেরাত কামনায় কোরআন খতম ও দোয়া
চাদঁপুরের শাহরাস্তিতে সাবেক প্রধানমন্ত্রী ও বিএনপি চেয়ারপারসন বেগম খালেদা জিয়ার আত্মার মাগফেরাত কামনায় কোরআন খতম ও দোয়া মিলাদ মাহফিল অনুষ্ঠিত হয়েছে। শুক্রবার, ২ জানুয়ারি ২০২৬ উপজেলা ও পৌরসভা স্বেচ্ছাসেবক দলের উদ্যোগে এ আয়োজন হয়।
অনুষ্ঠানে প্রধান অতিথি ছিলেন চাঁদপুর-৫ (শাহরাস্তি–হাজীগঞ্জ) আসনে বিএনপি মনোনীত ধানের শীষ প্রতীকের সংসদ সদস্য পদপ্রার্থী লায়ন ইঞ্জিনিয়ার মমিনুল হক। তিনি বলেন, বেগম খালেদা জিয়া দেশের গণতন্ত্র, বহুদলীয় রাজনীতি এবং মানুষের অধিকার প্রতিষ্ঠার সংগ্রামে এক অনন্য নাম। তাঁর মৃত্যুতে দল গভীর শোকাহত, তবে গণতন্ত্র পুনরুদ্ধারে নেতাকর্মীরা আরও ঐক্যবদ্ধ।
বিশেষ অতিথি হিসেবে উপস্থিত ছিলেন শাহরাস্তি উপজেলা বিএনপি’র সভাপতি আলহাজ্ব আয়েত আলী ভূঁইয়া এবং সাধারণ সম্পাদক মো. সেলিম পাটোয়ারী লিটন। বক্তারা বলেন, বেগম খালেদা জিয়ার দেশপ্রেম ও সাংগঠনিক মূল্যবোধ পরবর্তী প্রজন্মের কাছে অনুপ্রেরণা হয়ে থাকবে। তাঁর আদর্শ ধরে রাখতে সবাইকে দায়িত্বশীল ভূমিকা নিতে হবে।
অনুষ্ঠানের সভাপতিত্ব করেন উপজেলা স্বেচ্ছাসেবক দলের আহবায়ক মাসুদ শিকদার। মিলাদ ও দোয়া পরিচালনা করেন উপজেলা ওলামা দলের সভাপতি মোস্তাফিজুর রহমান।
মাহফিলে আরও উপস্থিত ছিলেন উপজেলা স্বেচ্ছাসেবক দলের সদস্য সচিব মোয়াজ্জেম হোসেন শিপন, পৌর স্বেচ্ছাসেবক দলের আহবায়ক শফিকুল ইসলাম, কার্যনির্বাহী কমিটির সদস্য নেয়ামত উল্লাহ অভিসহ বিভিন্ন ওয়ার্ডের অসংখ্য নেতা-কর্মী।
আয়োজকরা জানান, বেগম খালেদা জিয়ার আত্মার মাগফেরাতের পাশাপাশি দেশের শান্তি, স্থিতিশীলতা এবং সুস্থ গণতান্ত্রিক পরিবেশ ফিরিয়ে আনার জন্য বিশেষ মোনাজাত করা হয়।
প্রতিবেদক: মোঃ জামাল হোসেন
২ জানুয়ারি ২০২৫