শাহরাস্তিতে খালেদা জিয়ার সুস্থতা কামনা করে দোয়া
বাংলাদেশ জাতীয়তাবাদী দল (বিএনপি’র) চেয়ারপার্সন ও তিনবারের সফল প্রধানমন্ত্রী বেগম খালেদা জিয়ার দ্রুত সুস্থতা কামনায় শাহরাস্তি পৌরসভা ছাত্রদলের সাবেক ছাত্রনেতা ও বর্তমান পৌর যুব দল নেতা ,বোরহান উদ্দিন মামুনের উদ্যোগে মিলাদ ও দোয়া অনুষ্ঠিত হয়েছে।
৫ ডিসেম্বর শুক্রবার বাদ জুম’আ পৌর ১২ নং ওয়ার্ডের ভূইয়া বাড়ি জামে মসজিদে দেশনেত্রী বেগম খালেদা জিয়ার রোগ মুক্তি কামনায় এ মিলাদ ও দোয়া অনুষ্ঠিত হয়।
সাবেক ছাত্রনেতা বোরহান উদ্দিন মামুন বলেন, বেগম খালেদা জিয়া শুধু দেশের তিনবারের প্রধানমন্ত্রীই নন, মানুষের অধিকার, স্বাধীনতা ও ন্যায়বিচার প্রতিষ্ঠায় তার অবদান জাতির ইতিহাসে চিরস্মরণীয় হয়ে থাকবে।
আমাদের নেত্রী অসুস্থ; আমরা তার দ্রুত আরোগ্য কামনা করছি। আল্লাহর দরবারে প্রার্থনা—তিনি যেন সুস্থ হয়ে আবারও আমাদের মাঝে ফিরে আসেন।
পৌর স্বেচ্ছাসেবক দলের যুগ্ম আহ্বায়ক মোঃ রাকিব হাসান রনি’র পরিচালনায় এসময় উপস্থিত ছিলেন বিএনপি নেতা মোঃ সালে আহাম্মেদ, মোঃ মোস্তফা কামাল, মোঃ আব্দুল কাদের, মোঃ বাহার,
যুবদল নেতা মোঃ ইকবাল হোসেন রুবেল, মোঃ বাবুল হোসেন, মোঃ ইউসুফ, আজগর হোসেন, সুমন, স্বেচ্ছাসেবক দল নেতা মোঃ সবুজ, শ্রমিক দল নেতা মোঃ শাহজান, মাহিন হাসান অপু,লিটন, ছাত্রদল নেতা মোঃ মিরাজ, মোঃ মেহেদী হাসান ,শাওন ,ফাহাদসহ বিএনপির অঙ্গসংগঠনের নেতাকর্মী উপস্থিত ছিলেন।
মিলাদ ও দোয়া পরিচালনা করেন ভূইয়া বাড়ি জামে মসজিদের খতিব মোহাম্মদ কামাল হোসেন।
প্রতিবেদক: মো: জামাল হোসেন/
৫ ডিসেম্বর ২০২৫