চাঁদপুরের শাহরাস্তিতে সাবেক প্রধানমন্ত্রী বেগম খালেদা জিয়ার ৮১তম জন্মদিনে দোয়া ও মিলাদ অনুষ্ঠিত হয়েছে।
ত্যাগ, সংগ্রাম,শ্রদ্ধা ও ভালোবাসায় তিনবারের সাবেক প্রধানমন্ত্রী ও জাতীয়তাবাদীদল বিএনপি চেয়ারপার্সন অবিসংবাদিত নেত্রী বেগম খালেদা জিয়ার ৮১ তম জন্ম দিন পালন করছে।
শাহরাস্তি উপজেলাও পৌর বিএনপি অঙ্গসহযোগী সংগঠনের আয়োজনে এ উপলক্ষে ১৫ই আগষ্ট শুক্রবার কালিয়াপাড়া দলীয় প্রধান কার্যালয়, উপজেলার বিভিন্ন মসজিদ মাদ্রাসা ও এতিম খানায় পৃথক পৃথক দোয়া ও মিলাদ মাহফিলের আয়োজন করা হয়েছে।
উপজেলার কালীয়াপাড়ার দলিয় কার্যালয়ে সন্ধ্যায় চাঁদপুর জেলা বিএনপির সাবেক সভাপতি, জাতীয় নির্বাহী কমিটির সম্মানিত সদস্য ইঞ্জিনিয়ার মমিনুল হকের সমর্থনে উপজেলা ছাত্রদলের আহ্বায়ক ইঞ্জিনিয়ার এবিএম পলাশের উপস্থাপনা ও পৌরসভা বিএনপির সিনিয়র সহ সভাপতি আবুল কালাম পাটোয়ারীর সভাপতিত্বে প্রধান বক্তার বক্তব্য রাখেন উপজেলা বিএনপির সাধারণ সম্পাদক সেলিম পাটোয়ারী লিটন।
বিশেষ অতিথির বক্তব্য রাখেন উপজেলা বিএনপির সাবেক আহবায়ক ও সাধারণ সম্পাদক আক্তার হোসেন পাটোয়ারী, সহ-সভাপতি শাহ মোহাম্মদ আলী, যুগ্ম সাধারণ সম্পাদক মোঃ ইকবাল হোসেন, পৌর বিএনপির সাবেক আহবায়ক শেখ বেলায়েত হোসেন সেলিম, পৌর বিএনপি’র সাবেক সাধারণ সম্পাদক আক্তার চৌধুরী, উপজেলা যুবদলের আহবায়ক আলী আজগর মিয়াজি, পৌর বিএনপির সাংগঠনিক সম্পাদক সোলেমান রায়হান, যুগ্ম সাধারণ সম্পাদক গাজী ফিরোজ, উপজেলা স্বেচ্ছাসেবক দলের সভাপতি মাসুদ আলম সিকদার প্রমুখ।
দোয়া ও মিলাদ অনুষ্ঠানে উপস্থিত ছিলেন উপজেলা ও পৌর, ইউনিয়নের বিএনপি, যুবদল ছাত্রদল ও সহযোগী সংগঠনের নেতৃবৃন্দ
সংক্ষিপ্ত আলোচনা সভা শেষে সাবেক প্রধানমন্ত্রী বেগম খালেদা জিয়ার সুস্থতা কামনা করে, প্রয়াত বিএনপি’র নেতৃবৃন্দের আত্মার মাগফেরাত কামনা ও দেশ ও জাতির কল্যাণে বিশেষ দোয়া করেন উপজেলা ওলামা দলের সভাপতি মাওলানা মুস্তাফিজুর রহমান।
প্রতিবেদক: মো: জামাল হোসেন/ ১৬ আগস্ট ২০২৫
Chandpur Times | চাঁদপুর টাইমস Top Newspaper in Chandpur