চাঁদপুরের শাহরাস্তি উপজেলার মনিপুর গ্রামের ১০ বছরের শিশু মোহাম্মদ আল আজীম হোসেন মাত্র আট মাস পাঁচ দিনে পুরো কোরআন শরীফ মুখস্থ করে হাফেজে কোরআনের মর্যাদা অর্জন করেছে। ৩ জানুয়ারী শনিবার শাহরাস্তি দারুল কুরআন মাদ্রাসায় ছবক প্রদান ও পুরস্কার বিতরণী অনুষ্ঠানে তাকে আনুষ্ঠানিকভাবে হাফেজ হিসেবে ঘোষণা করা হয়।
আল আজীমের পিতা মোহাম্মদ মনির হোসেন পেশায় প্রবাসী। পরিবারটি সাধারণ হলেও আল আজীমের ধারাবাহিক অধ্যবসায় ও মনোযোগ তাকে স্বল্প সময়ে একটি অসাধারণ লক্ষ্য অর্জনে সাহায্য করেছে। একই অনুষ্ঠানে আরও নয়জন শিক্ষার্থীকে ছবক প্রদান করা হয়, যারা হিফজের বিভিন্ন ধাপে রয়েছে।
অনুষ্ঠানে প্রধান অতিথি ছিলেন হাজীগঞ্জ আহমাদিয়া কামিল মাদ্রাসার মুহাদ্দিস শহিদ উল্যাহ। তিনি কোরআন শিক্ষার গুরুত্ব এবং তা জীবনের সঙ্গে কতটা সম্পর্কিত, তা শিক্ষার্থীদের সামনে তুলে ধরেন। বিশেষ অতিথি হিসেবে উপস্থিত ছিলেন শাহরাস্তির ব্যবসায়ী সমাজসেবক আলী আজগর মিয়াজি ও ব্যবসায়ী
আবু বকরসহ স্থানীয় গণ্যমান্য ব্যক্তিরা। অতিথিরা আল আজীমের সফলতা প্রশংসা করে তার জন্য মঙ্গল কামনা করেন।
মাদ্রাসার প্রতিষ্ঠাতা ও পরিচালক হাফেজ মাওলানা মাহফুজুর রহমান বুলবুলি জানান, আল আজীম অত্যন্ত শান্ত ও মনোযোগী একজন শিক্ষার্থী। তার মুখস্থ ছিল নিখুঁত ও নির্ভুল। খুব কম সময়ের মধ্যে হিফজ সম্পন্ন করা মাদ্রাসার জন্যও বিশেষ অর্জন।
মোনাজাত পরিচালনা করেন মাদ্রাসার সভাপতি মাওলানা খলিলুর রহমান। অনুষ্ঠান সঞ্চালনা করেন শিক্ষক হাফেজ মুশফিকুর রহিম।
মাত্র দশ বছর বয়সে আল আজীমের এই অর্জন শাহরাস্তি অঞ্চলে নতুন অনুপ্রেরণা সৃষ্টি করেছে। স্থানীয়রা বলছেন, স্বপ্ন যদি পরিষ্কার হয় এবং প্রচেষ্টা থাকে নিরলস, তবে সাফল্য সময়ের অপেক্ষা মাত্র।
প্রতিবেদক: মোঃ জামাল হোসেন
৩ জানুয়ারি ২০২৬
Chandpur Times | চাঁদপুর টাইমস Top Newspaper in Chandpur