চাঁদপুরের শাহরাস্তিতে কৃষি জমি থেকে ভেকু (এস্কেভেটর) দিয়ে মাটি কেটে বিক্রি করার অভিযোগে আবু সায়েম (৪৪) নামের এক ব্যক্তিকে ৫০ হাজার টাকা অর্থদণ্ড দিয়েছেন ভ্রাম্যমাণ আদালত। অভিযুক্ত সায়েম শাহরাস্তি উপজেলার হাঁড়িয়া গ্রামের মৃত নুরুল আমিন মাষ্টারের ছেলে।
১১ ফেব্রুয়ারি মঙ্গলবার রাতে উপজেলার সূচীপাড়া দক্ষিণ ইউনিয়নের নরিংপুর মৌজায় গ্রীন গার্ডেন সংলগ্ন এই অভিযান পরিচালনা করা হয়।
শাহরাস্তি উপজেলা সহকারী কমিশনার (ভূমি) ও নির্বাহী ম্যাজিস্ট্রেট নিরুপম মজুমদার ভ্রাম্যমাণ আদালত পরিচালনা করেন। এসময় শাহরাস্তি থানা পুলিশের একটি দল তাকে সহযোগিতা করে।
প্রশাসন সূত্রে জানা গেছে, শাহরাস্তি উপজেলা নির্বাহী কর্মকর্তা নিগার সুলতানা’র নির্দেশনায় বিকেল থেকে রাত ৯টা পর্যন্ত সহকারী কমিশনার (ভূমি) ও বিজ্ঞ এক্সিকিউটিভ ম্যাজিস্ট্রেট নিরুপম মজুমদার শাহরাস্তি উপজেলার বিভিন্ন স্থানে মোবাইল কোর্ট আইন অনুযায়ী অভিযান পরিচালনা করেন। ঘটনাস্থলে কৃষি জমিতে মাটি কাটার ভেকু, পরিবহনের জন্য ব্যবহৃত ট্রাক ও ড্রাইভারসহ মাটি কাটার প্রমাণ পাওয়া যায়।
বিষয়টি নিশ্চিত করে নির্বাহী ম্যাজিস্ট্রেট নিরুপম মজুমদার জানান বালু মহাল ও মাটি ব্যবস্থাপনা আইন ২০১০ অনুযায়ী কৃষি জমি থেকে মাটি কেটে বিক্রি করার অপরাধে অভিযুক্ত ব্যক্তিকে ৫০ হাজার টাকা অর্থদণ্ড প্রদান করা হয়।
প্রতিবেদক: মোঃ জামাল হোসেন, ১২ ফেব্রুয়ারি ২০২৫
Chandpur Times | চাঁদপুর টাইমস Top Newspaper in Chandpur