Home / উপজেলা সংবাদ / শাহরাস্তি / শাহরাস্তিতে কৃষি জমির মাটি কাটার অপরাধে দুই মাসের জেল

শাহরাস্তিতে কৃষি জমির মাটি কাটার অপরাধে দুই মাসের জেল

শাহরাস্তিতে কৃষি জমির মাটি কাটার অপরাধে মোবাইল কোর্ট দুই মাসের জেল ও এক্সকেভেটরটি জব্দ করেছেন মোবাইল কোর্ট। ৯ জানুয়ারি বৃহস্পতিবার দুপুরে শোরসাক পূর্ব পাড়া ফসলী মাঠ এক্সকেভেটর দিয়ে অবৈধভাবে মাটি কাটে অসাধু ব্যবসায়ী।

উপজেলা নির্বাহী অফিসারের কার্যালয় সুত্রে জানা যায় গোপন সংবাদের ভিত্তিতে উপজেলা নির্বাহী অফিসার মো: ইয়াসির আরাফাত এর নির্দেশে সহকারী কমিশনার (ভূমি) ও বিজ্ঞ এক্সিকিউটিভ ম্যাজিস্ট্রেট রেজওয়ানা চৌধুরী শাহরাস্তি উপজেলার বিভিন্ন স্থানে মোবাইল কোর্ট পরিচালনা করেন। ওই সময় শোরসাক পূর্বপাড়া ফসলী জমি থেকে এক্সকেভেটর দিয়ে টপসয়েল কেটে কৃষিজমি ধ্বংস করার অপরাধে তোফাজ্জন নামে এক ব্যক্তিকে বালুমহাল ও মাটি ব্যবস্থাপনা আইন, ২০১০ অনুযায়ী ২ মাসের বিনাশ্রম কারাদণ্ড প্রদান করা হয়। এসময় কৃষি জমি ধ্বংস করার কাজে ব্যবহৃত এক্সকেভেটরটি জব্দ করা হয় ও উপজেলা কৃষি অফিসার, শাহরাস্তির জিম্মায় প্রদান করা হয়। অভিযানে সহায়তা করেন সহকারী কমিশনার (ভূমি) কার্যালয়ের কর্মকর্তা ও শাহরাস্তি থানা পুলিশের একটি টিম।

প্রতিবেদক: মো: জামাল হোসেন, ৯ জানুয়ারি ২০২৪