শাহরাস্তিতে বৈদেশিক কর্মসংস্থানের জন্য দক্ষতা ও সচেতনতা শীর্ষক প্রেস ব্রিফিং ও সেমিনার বুধবার ১৯ আগস্ট উপজেলা পরিষদ মিলনায়তনে, উপজেলা প্রশাসন, শাহরাস্তি কর্তৃক আয়োজিত, প্রবাসী কল্যাণ ও বৈদেশিক কর্মসংস্থান মন্ত্রণালয়ের অর্থায়ন ও তত্ত্বাবধানে এবং ইনস্টিটিউট অব মেরিন টেকনোলজি ও চাঁদপুর জেলা কর্মসংস্থান ও জনশক্তি অফিসের সহযোগিতায় অনুষ্ঠিত হয়েছে।
টেলিকনফারেন্সের মাধ্যমে প্রধান অতিথির বক্তব্য প্রদান করেন চাঁদপুর-৫, হাজিগঞ্জ-শাহরাস্তি নির্বাচনি এলাকার সংসদ সদস্য মেজর (অব.) রফিকুল ইসলাম,বীর উত্তম মহোদয়।বিশেষ অতিথি হিসেবে উপস্থিত ছিলেন । এছাড়াও মো.ফরিদ উল্যাহ চৌধুরী, চেয়ারম্যান, উপজেলা পরিষদ, শাহরাস্তি। ফোকাল পয়েন্ট কর্মকর্তা হিসেবে উপস্থিত ছিলেন প্রকৌশলী মো. আকরাম আলী, অধ্যক্ষ, ইনস্টিটিউট অব মেরিন টেকনোলজি, চাঁদপুর।
সভাপতিত্ব শিরীন আক্তার, উপজেলা নির্বাহী অফিসার, শাহরাস্তি ।
বিভিন্ন দপ্তরের কর্মকর্তাবৃন্দ, কলেজের অধ্যক্ষবৃন্দ, ইউপি চেয়ারম্যানবৃন্দ,বিভিন্ন স্কুল-মাদ্রাসার প্রধানগণ ও সাংবাদিকবৃন্দসহ উক্ত প্রেস ব্রিফিং ও সেমিনারে অংশগ্রহণ করেন।
মো . জামাল হোসেন ,২০ আগস্ট ২০২০
Chandpur Times | চাঁদপুর টাইমস Top Newspaper in Chandpur