শাহরাস্তিতে করোনা প্রতিরোধে পৌর এলাকার বিভিন্ন সড়কে জীবাণুনাশক ঔষধ স্প্রে করেন পৌর মেয়র হাজী আব্দুল লতিফ। করোনা ভাইরাস প্রতিরোধে পৌর সভার উপজেলা সদর, মেহার কালীবাড়ি বাজার, ঠাকুর বাজার, শাহরাস্তি গেইট দোয়াভাঙ্গা, মেহের স্টেশনসহ বিভিন্ন সড়কে জীবাণুনাশক ঔষধ স্প্রে করা হয়েছে।
২৮ মার্চ শনিবার পৌরসভার উদ্যোগে সার্ভিস কর্মীরা গাড়িযোগে এ ঔষধ স্প্রে করেন। করোনা ভাইরাস প্রতিরোধে শাহরাস্তি পৌরসভা সহায়তায় বিভিন্ন সড়ক ও এলাকায় জীবাণুনাশক ঔষধ স্প্রে কার্যক্রম শুরু করেছে।
শাহরাস্তি পৌরসভার মেয়র হাজী আব্দুল লতিফ জানান,শহরের বিভিন্ন সড়ক ও পাড়া-মহল্লা জীবাণুমুক্ত রাখতে এ জীবাণুনাশক ঔষধ স্প্রে করা হচ্ছে। এছাড়া পৌর নাগরিকদের মাঝে সচেতনতা বাড়াতে শাহরাসি পৌরসভার পক্ষ থেকে সচেতনতা মুলক লিফলেট,হ্যাক্সিসল বিতরণ কার্যক্রম চলমান থাকবে।
মোঃ জামাল হোসেন,২৯ মার্চ ২০২০
Chandpur Times | চাঁদপুর টাইমস Top Newspaper in Chandpur