শাহরাস্তিতে করোনা আক্রান্তদের হোম আইসোলেশন নিশ্চিত করলেন থানা অফিসার ইনিচার্জ মোঃ আবদুল মান্নান।
৪ এপ্রিল রোববার উপজেলার বিভিন্ন স্থানে আক্রান্তদের বাড়ি বাড়ি গিয়ে তিনি “এই বাড়িতে করোনা আক্রান্ত রোগী হোম আইসোলেশনে আছেন” শিরোনামে স্টীকার সাঁটিয়ে সংক্রমণ প্রতিরোধে আক্রান্তদের হোম আইসোলেশন নিশ্চিত করেন।
উপজেলা স্বাস্থ্য কমপ্লেক্স সূত্রে জানা যায়, শাহরাস্তি উপজেলায় মোট ২৬৯ জন করোনা আক্রান্ত হয়েছেন। আক্রান্তদের মধ্যে ২ শ’৫০ জন সুস্থ হয়েছেন। হোম আইসোলেশনে রয়েছেন ১০ জন রোগী।
শাহরাস্তি থানার অফিসার ইনচার্জ মোঃ আবদুল মান্নান বলেন, করোনা ভাইরাস সংক্রমণ প্রতিরোধে আক্রান্তদের হোম আইসোলেশন নিশ্চিত করতে তাদের বাড়িতে স্টীকার সাঁটানো হয়েছে। এছাড়া সরকার ঘোষিত লকডাউন মেনে চলা ও স্বাস্থ্যবিধি মেনে চলতে জনসাধারণকে সচেতন করতে বিভিন্ন স্থানে থানা পুলিশের উদ্যোগে মাস্ক বিতরণ এবং উদ্বুদ্ধকরণ কর্মসূচী পালিত হচ্ছে।
প্রতিবেদক:মো.জামাল হোসেন,৫ এপ্রিল ২০২১
Chandpur Times | চাঁদপুর টাইমস Top Newspaper in Chandpur