করোনা আক্রান্ত হয়ে মারা গেছেন শাহরাস্তি উপজেলার রায়শ্রী দক্ষিণ ইউনিয়নের সাবেক ইউপি সদস্য আমেনা বেগম (৬৫)। ৩০ জুলাই দুপুরে কুমিল্লায় তিনি শেষ নিঃশ্বাস ত্যাগ করেন (ইন্না… রাজিউন)।
আমেনা বেগম করোনা আক্রান্ত হয়ে খিলা বাজার সংলগ্ন নিজ বাড়িতে হোম আইসোলেশনে ছিলেন। তার শারীরিক অবস্থার অবনতি হওয়ায় পরিবারের সদস্যরা শুক্রবার সকালে উন্নত চিকিৎসার জন্য কুমিল্লায় নিয়ে যান। কুমিল্লা মেডিকেল কলেজ হাসপাতালে ভর্তি করার পূর্বেই তিনি মারা যান।
আমেনা বেগমের স্বামী ইমাম আলী বেশ কয়েক বছর আগে মারা যায়। আমেনা বেগম রায়শ্রী দক্ষিণ ইউনিয়নের (৩, ৪, ৫) সংরক্ষিত মহিলা সদস্য ছিলেন। ওইদিন সন্ধ্যায় জানাজা নামাজ শেষে পারিবারিক কবরস্থানে দাফন করা হয়।
প্রতিবেদক: মো.জামাল হোসেন, ৩০ জুলাই ২০২১
Chandpur Times | চাঁদপুর টাইমস Top Newspaper in Chandpur