শাহরাস্তি

শাহরাস্তিতে করোনায় আক্রান্ত বেড়ে ২৬১, মৃত ৭

শাহরাস্তিতে দুসপ্তাহে ৬ জন করোনা আক্রান্ত হয়েছেন। এ নিয়ে উপজেলায় মোট ২৬১ জন করোনা আক্রান্ত হয়েছেন। উপজেলা স্বাস্থ্য ও পরিবার পরিকল্পনা কর্মকর্তা ডাঃ মোঃ নাসির উদ্দিন এ তথ্য জানিয়েছেন।

উপজেলা স্বাস্থ্য কমপ্লেক্স সূত্রে জানা যায়, বুধবার ৩১ মার্চ সোমবার চাঁদপুরের ভাষাবীর এম এ ওয়াদুদ আরটি-পিসিআর ল্যাব হতে ১২টি নমুনার ফলাফল আসে। ফলাফলে নতুন করে ১ জনের রিপোর্ট পজেটিভ ও ১১ জনের নেগেটিভ আসে।

করোনার প্রকোপ কমাতে জনসচেতনতার বিকল্প নেই জানিয়ে উপজেলা স্বাস্থ্য ও পরিবার পরিকল্পনা কর্মকর্তা ডাঃ মোঃ নাসির উদ্দিন জানান, সামাজিক দূরত্ব বজায় রাখা, জনসমাগম পরিহার ও সন্দেহজনক রোগীদের পরীক্ষা করতে হবে। সবাই সচেতন না হলে পরিস্থিতি আরও ভয়াবহ হওয়ার আশঙ্কা রয়েছে। শুধুমাত্র ব্যক্তিগত ও সামাজিক সচেতনতাই বৈশ্বিক এ মহামারি হতে আমাদের মুক্ত করতে পারে।

প্রসঙ্গত, শাহরাস্তি উপজেলায় এ পর্যন্ত ১ হাজার ৫শ’৩৮ জনের নমুনা সংগ্রহ করা হয়েছে। এতে ২৬১ জনের করোনা পজেটিভ ও ১ হাজার ২শ’ ৭৭ জনের নেগেটিভ এসেছে। আক্রান্তদের মধ্যে ৭ জন মারা গেছেন। হোম আইসোলেশনে রয়েছেন ৫ জন।

প্রতিবেদক:মোঃ জামাল হোসেন,১ এপ্রিল ২০২১

Share