শাহরাস্তিতে করোনা সংক্রমনের উচ্চ ঝুঁকি প্রতিরোধে জনসাধারণের মাঝে সচেতনতার লক্ষ্যে মাস্ক বিতরণ করা হয়েছে।
৫ এপ্রিল সোমবার সরকারি নির্দেশনা করোনা ভাইরাস সংক্রমণের সচেতনতার লক্ষ্যে লকডাউন ঘোষণা করা হয়। বাংলাদেশের অন্যান্য জেলার ন্যায় চাঁদপুর জেলা করোনা সংক্রমণের উচ্চ ঝঁকিপূর্ণ বিবেচনায় উপজেলা প্রশাসন,শাহরাস্তি’র তত্ত্বাবধানে শাহরাস্তি উপজেলার বিভিন্ন স্থানে জনসাধারণের মাঝে জনসচেতনতা সৃষ্টি এবং মাস্ক বিতরণ করা হয়।
জনসমাগমপূর্ণ স্থানে মাস্ক পরিধান না করায় মোবাইল কোর্ট পরিচালনা করেন সহকারী কমিশনার (ভূমি) ও এক্সিকিউটিভ ম্যাজিস্ট্রেট, উম্মে হাবিবা মীরা, শাহরাস্তি।
এসময় যারা মাস্ক পরিধান করে নাই তাদেরকে অর্থদণ্ড প্রদান করা হয়।
প্রতিবেদক:মোঃ জামাল হোসেন,৫ এপ্রির ২০২১
Chandpur Times | চাঁদপুর টাইমস Top Newspaper in Chandpur