শাহরাস্তি

শাহরাস্তিতে করোনার সচেতনতামূলক প্রচারণা ও মাস্ক বিতরণ

চাঁদপুরের শাহরাস্তিতে করোনা ভাইরাস সংক্রমণ মোকাবেলায় সহকারী কমিশনার (ভূমি) ও নির্বাহী ম্যাজিস্ট্রেট, এর সচেতনতামূলক প্রচারণা ও মাস্ক বিতরণ করা হয়েছে।

৩১ মার্চ বুধবার বিকেলে সারা বিশ্বের ন্যায় দ্বিতীয় বারের মত করোনা সংক্রমন ঝুঁকিতেও বাংলাদেশ। তারই ধারাবাহিকতায় করোনা ভাইরাসের সংক্রমণ মোকাবেলায় জেলা প্রশাসক, চাঁদপুর অঞ্জনা খান মজলিশ মহোদয়ের নির্দেশনায়, শাহরাস্তি উপজেলা নির্বাহী অফিসার শিরীন আক্তারের তত্ত্বাবধানে শাহরাস্তি উপজেলার বিভিন্ন স্থানে বাধ্যতামূলক মাস্ক ব্যবহারে সচেতনতামূলক প্রচারণা ও মাস্ক বিতরণ করেন সহকারী কমিশনার (ভূমি) ও নির্বাহী ম্যাজিস্ট্রেট উম্মে হাবীবা মীরা।

ও সময় তিনি জনসচেতনতা লক্ষে নির্দেশনা প্রদান করেন। বাহিরে অপ্রয়োজনীয় ঘোরাফেরা/আড্ডা দেওয়া যাবে না।
জরুরি প্রয়োজন ছাড়া রাত ১০টার পর বাইরে বের হওয়া যাবে না।

প্রয়োজনে বাইরে গেলে মাস্ক পরিধান করুন।বার বার ২০ সে‌কেন্ড ধ‌রে সাবান/ হ্যান্ড স্যা‌নিটাইজার দি‌য়ে হাত প‌রিষ্কার করুন।

একজন হ‌তে আরেকজন নিরাপদ দুরত্ব বজায় রাখুন। জনসমাগম পূর্ণ/ মানু‌ষের ভি‌ড়ে যা‌বেন না। জনসমাগম হয় এমন অনুষ্ঠান আয়োজন/ উপ‌স্থিত হ‌তে বিরত থাকুন।

মাস্ক পরিধান, স্বাস্থ্যবি‌ধি প্রতিপালন ও সরকা‌রি আ‌দেশ অমান্য‌ করলে আইনানুগ ব্যবস্থা গ্রহণ করা হবে। করোনা ভাইরাসের সংক্রমণকালীন সময়ে এই অভিযান অব্যাহত থাকবে।

আসুন সকলে মিলে বৈশ্বিক এই মহামারী ভাইরাসের সংক্রমণ মোকাবেলায় নিজে সচেতন থাকি এবং অপরকেও সচেতন করি।

মনে রাখবেন, আপনার সচেতনতাই আপনার এবং আপনার পরিবারের সকলকে করোনার সংক্রমণের হাত থেকে রক্ষা করতে পারে।

প্রতিবেদক:মো.জামাল হোসেন,১ এপ্রিল ২০২১

Share