Home / উপজেলা সংবাদ / শাহরাস্তি / শাহরাস্তিতে ঐতিহাসিক ৭ মার্চ উদযাপন
থানার

শাহরাস্তিতে ঐতিহাসিক ৭ মার্চ উদযাপন

শাহরাস্তি থানার আয়োজনে ঐতিহাসিক ৭ই মার্চ উপলক্ষে আয়োজিত বাংলাদেশ এলডিসি থেকে উন্নয়নশীল দেশে উত্তরনে জাতিসংঘের চূড়ান্ত সুপারিশ প্রাপ্তিতে আনন্দ উদযাপন লক্ষে বর্ণাঢ্য রেলি আলোচনা সভা অনুষ্ঠিত হয়েছে। ৭ মার্চ রোববার বিকেলে শাহরাস্তি থানার আয়োজনে থানা প্রাঙ্গণ আলোকসজ্জা এবং মিলনায়তনে ঐতিহাসিক দিবস উপলক্ষে বর্ণাঢ্য রেলি,আলোচনা সভা, কেক কাটা ও সাংস্কৃতিক অনুষ্ঠান অনুষ্ঠিত হয়।

অনুষ্ঠানে টেলিকনফারেন্সের মাধ্যমে বক্তব্য রাখেন স্থানীয় সাংসদ মেজর (অবঃ) রফিকুল ইসলাম বীর উত্তম এম পি,
শাহরাস্তি থানার অফিসার ইনচার্জ আব্দুল মান্নানের সভাপতিত্বে প্রধান অতিথি হিসেবে বক্তব্য রাখেন (কচুয়া সার্কেল) সিনিয়র সরকারি পুলিশ সুপার মোঃ আবুল কালাম চৌধুরী। উপ পরিদর্শক এস আই মোঃ সোহেল রানা ও সাংবাদিক ফয়েজ আহমেদের যৌথ সঞ্চালনায় এ সময় উপস্থিত ছিলেন পৌর মেয়র হাজী আব্দুল লতিফ, উপজেলা কমিউনিটি পুলিশিং এর সভাপতি মেহের কলেজের প্রতিষ্ঠাতা সাবেক অধ্যক্ষ এম এ আউয়াল মজুমদার, উপজেলা পরিষদের প্যানেল চেয়ারম্যান কামরুন্নাহার কাজল, উপজেলা পরিষদের ভাইস তোফায়েল আহমেদ ইরান, শাহরাস্তি প্রেসক্লাবের সভাপতি বীর মুক্তিযোদ্ধা কাজী হুমায়ুন কবির, শাহরাস্তি মুক্তিযোদ্ধা কমান্ডের ভারপ্রাপ্ত কমান্ডার শাহজাহান পাটোয়ারী, শাহরাস্তি থানার পুলিশ পরিদর্শক (তদন্ত) মোঃ মোরশেদুল আলম, অনুষ্ঠানে গণপ্রজাতন্ত্রী বাংলাদেশ সরকারের মাননীয় প্রধানমন্ত্রীর আইসিটির উপদেষ্টা সজীব ওয়াজেদ জয়ের আর্টিকেল উপস্থাপন করেন থানার উপ-পরিদর্শক এসআই মোঃ মঈনুল ইসলাম।

উপস্থিত ছিলেন ইউনিয়ন পরিষদের চেয়ারম্যানদের মধ্যে বক্তব্য রাখেন উত্তর ইউপি চেয়ারম্যান মোহাম্মদ ওমর ফারুক। ইউনিয়ন পরিষদের চেয়ারম্যানবৃন্দ, শাহরাস্তি প্রেসক্লাবের সাধারণ সম্পাদক মোঃ মাসুদ রানাসহ সাংবাদিকবৃন্দ, বিভিন্ন ইউনিয়নের কমিউনিটি পুলিশিং ও বিট পুলিশিংয়ের সভাপতি-সম্পাদকসহ সদস্যবৃন্দ, অনুষ্ঠানে

বঙ্গবন্ধুর ভাষণ চলচিত্র প্রদর্শনী, আলোকচিত্র প্রদর্শনী, ডকুমেন্টরী প্রদর্শনী। আলোচনা সভা শেষে সাংস্কৃতিক অনুষ্ঠান অনুষ্ঠিত হয়।

প্রতিবেদক:মোঃ জামাল হোসেন,৭ মার্চ ২০২১