চাঁদপুরের শাহরাস্তি উপজেলা পরিষদের উপ-নির্বাচনে আওয়ামী লীগ প্রার্থী নাসরিন জাহান চৌধুরী শেফালী বিনা প্রতিদ্বন্দ্বিতায় নির্বাচিত হয়েছেন।
২০ সেপ্টেম্বর সোমবার বেলা ১১টার দিকে কোন প্রতিদ্বন্দ্বী প্রার্থী না থাকায় জেলা নির্বাচন কমিশনার মোহাম্মদ তোফায়েল হোসেন তাকে বিজয়ী ঘোষণা করেন।
জেলা নির্বাচন কমিশনার মোহাম্মদ তোফায়েল হোসেন জানান, শাহরাস্তি উপজেলা পরিষদের উপনির্বাচনে অংশ নিতে মনোনয়নপত্র জমা দেন তিনজন প্রার্থী। তাদের মধ্যে স্বতন্ত্র প্রার্থী বাবুল মিজির মনোনয়নপত্র যাচাইবাছাইয়ের সময় বাতিল বলে বিবেচিত হয়। আর ইসলামিক ফ্রন্ট বাংলাদেশের প্রার্থী মাস্টার হেলাল আহমেদ মনোনয়ন প্রত্যাহারের শেষ দিনে তার প্রত্যাহারপত্র জমা দেন। এর প্রেক্ষিতে নির্বাচনে মাত্র একজন প্রার্থী হওয়ায় নাসরিন জাহান চৌধুরী শেফালিকে বিনা প্রতিদ্বন্দ্বিতায় নির্বাচিত বলে ঘোষণা করা হয়।
বিজয়ী প্রার্থী নাসরিন জাহান চৌধুরী শেফালী জানান, দল ও মানুষের স্বার্থে কাজ করবেন তিনি। থাকবেন গরীব দুখী মানুষের পাশে।
বর্তমান নির্বাচিত চেয়ারম্যান নাসরিন জাহান চৌধুরী শেফালী সদ্য সাবেক চেয়ারম্যান মোহাম্মদ ফরিদ উল্লাহ চৌধুরীর সহধর্মিণী। গত ২৬ মার্চ মোহাম্মদ ফরিদ উল্লাহ চৌধুরীর মৃত্যুতে এই পদটি শূন্য হয়। আগামী ৭ অক্টোবর উপ-নির্বাচন অনুষ্ঠিত হওয়ার কথা ছিল।
চাঁদপুর করেসপন্ডেট
Chandpur Times | চাঁদপুর টাইমস Top Newspaper in Chandpur