শাহরাস্তিতে উদীচী শিল্পীগোষ্ঠী সংসদের সম্মেলন সম্পন্ন

আমরা তো লড়ছি সমতার মন্ত্রে থামবোনা কখনোই শত ষড়যন্ত্রে” প্রতিপাদ‍্যকে সামনে রেখে বাংলাদেশ উদীচী শিল্পীগোষ্ঠী শাহরাস্তি উপজেলা সংসদের সম্মেলন সম্পন্ন হয়েছে। (৪ জানুয়ারি) শনিবার দুপুরে ছিখুটিয়ায় হোটেল রিভারভিউ কমিউনিটি সেন্টারে শাহরাস্তি উপজেলা সংসদের আয়োজনে এ সম্মেলন অনুষ্ঠিত হয়।

বাংলাদেশ উদীচী শিল্পীগোষ্ঠী চাঁদপুর জেলা সংসদের সভাপতি কৃষ্ণা সাহার সভাপতিত্বে ও সাধারণ সম্পাদক জহির উদ্দিন বাবর এর সঞ্চালনায় বক্তব্য রাখেন জেলা সংসদের সংগীত বিষয়ক সম্পাদক প্রশিকা সরকার, উপজেলা সংসদের সাবেক সভাপতি রুহুল কুদ্দুস ভূঁইয়া লিটন, উপজেলা সংসদের সভাপতি মোঃ জাকির হোসেন ভূঁইয়া, সাধারণ সম্পাদক কাজল রানী চক্রবর্তী, সহ-সভাপতি জসীম উদ্দীন পাটোয়ারী জান্নাতুল ফেরদাউস জুই, মরিয়ম আক্তার, ইন্ডিপেন্ডেন্ট টেলিভিশনের জেলা প্রতিনিধি মনিরুজ্জামান বাবলু, উপজেলা সংসদের সদস্য কাজী মনিরুল ইসলাম মনির, যুগ্ম সাধারণ সম্পাদক জান্নাতুল ফেরদাউস সুমি প্রমুখ।

সম্মেলন উপলক্ষে ২০২৩-২৪ বছরের আয় ব্যয় হিসাব উপস্থাপন করেন। আলোচনা সভা শেষে আগামী ২৫- ২৬ দুই বছরের জন্য সম্মেলন অনুষ্ঠিত হয়।

এতে সর্বসম্মতি ক্রমে পুনরায় মোঃ জাকির হোসেন ভূঁইয়াকে সভাপতি ও কাজল রানী চক্রবর্তীকে সাধারণ সম্পাদক করে ২৯ সদস্য বিশিষ্ট কমিটি গঠিত হয়।

প্রতিবেদক: মো জামাল হোসেন, ৪ জানুয়ারি ২০২৪

Share