শাহরাস্তিতে ইয়াবাসহ মাদক কারবারি আটক

চাঁদপুরের শাহরাস্তিতে ইয়াবাসহ এক মাদক কারবারিকে আটক করেছে পুলিশ। আটককৃত ওই মাদক কারবারিকে চাঁদপুর বিজ্ঞ আদালতে সপোর্দ করা হয়।

সংশ্লিষ্ট সূত্র জানায়, গতকাল রাতে শাহরাস্তি মডেল থানার অফিসার ইনচার্জ ওসি মোহাম্মদ আলমগীর হোসেনের নির্দেশে এসআই (নিঃ) জনি কান্তি দে এবং সঙ্গীয় অফিসার ও ফোর্স অভিযান পরিচালনা করেন।

এতে উপজেলা টামটা উত্তর ইউপির হোসেনপুর মিজি বাড়ীর নাজির হোসেনের পুত্র মোঃ ছিদ্দিকুর রহমান (২৮) কে (চৌত্রিশ) পিস ইয়াবা ট্যাবলেট সহ পুলিশ আটক করে।

এ প্রসঙ্গে পুলিশ আরো জানায়, এ সময় ওই এলাকার জনৈক জহিরের বন্ধ একটি চায়ের দোকানের সম্মুখ থেকে অভিযুক্ত সিদ্দিককে পুলিশ তল্লাশি চালিয়ে ৩৪ পিস ইয়াবা ট্যাবলেট জব্দ করে।

পরে পুলিশ অভিযুক্ত ওই মাদক কারবারির বিরুদ্ধে শাহরাস্তি থানার মামলা নং০৫, তাং-০৭/০২/২০২৪ইং, ধারা-২০১৮ইং সনের মাদকদ্রব্য নিয়ন্ত্রণ আইনের ৩৬ (১) ধারা ১০ (ক) রুজু করে।

শাহরাস্তি প্রতিনিধি, ৯ ফেব্রুয়ারি ২০২৪

Share