শাহরাস্তিতে আলী মহিলা হাফেজিয়া মাদ্রাসার উদ্বোধন

চাঁদপুরের শাহরাস্তির হোসেনপুর আলহাজ সেকান্দার আলী মহিলা হাফেজিয়া মাদ্রাসার উদ্বোধন অনুষ্ঠিত হয়েছে। ৩ মার্চ শুক্রবার বিকেলে হোসেনপুর আলহাজ্ব সেকান্দার আলী মহিলা হাফেজিয়া মাদ্রাসা কমপ্লেক্স মিলাদ মাহফিল ও ফিতা কাটার মধ্য দিয়ে এটি উদ্বোধন হয়।

হোসেনপুর হাফেজিয়া মাদ্রাসার উপদেষ্টা বিশিষ্ট ব্যবসায়ী ও সমাজ সেবক ইঞ্জিনিয়ার মোঃ মকবুল হোসেন পাটোয়ারীর সভাপতিত্বে প্রধান অতিথির বক্তব্য রাখেন বিশিষ্ট ব্যবসায়ী ও গাউছিয়া হাশেমিয়া সেকান্দার আলী সুন্নিয়া ফাজিল (ডিগ্রী) মাদ্রাসার সাবেক সিনিয়র শিক্ষক মোঃ খায়রুল ইসলাম স্বপন।

বিশেষ অতিথির বক্তব্য রাখেন বিশিষ্ট ব্যবসায়ী মোঃ আবু ইউসুফ রুপন পাটোয়ারী, মাদ্রাসার প্রধান উপদেষ্টা ফেরদৌসী বেগম, গাউছিয়া হাশেমিয়া সেকান্দার আলী সুন্নিয়া ডিগ্রি মাদ্রাসার সাবেক সভাপতি সম্রাট মহিন উদ্দিন মাহবুব, উপজেলা যুবলীগের যুগ্ন আহবায়ক মোঃ মাহফুজুল কবির, মাদ্রাসার অধ্যক্ষ আলহাজ্ব হযরত মাওলানা রফিকুল ইসলাম, এম এ আল কাদরী সাহেব, মেহের উত্তর ইউপির সাবেক চেয়ারম্যান মোঃ সাইফুল ইসলাম রনি, ডিগ্রী মাদ্রাসার দাতা সদস্য মোঃ ইয়াকুব হোসেন। অনুষ্ঠান পরিচালনায় ছিলেন আলহাজ সেকান্দার আলী আল্লামা বজলুর রহিম হাসেমী (রাঃ) হাফেজিয়া মাদ্রাসার প্রধান শিক্ষক হাফেজ মাওলানা আব্দুল আল মামুন আশেকী। আমন্ত্রিত অতিথি হিসেবে উপস্থিত ছিলেন আলহাজ্ব জামশেদ স্বর্ণকার, আরটি সুমন, মোঃ লিটন স্বর্ণকার, মোঃ ইউনুস তালুকদার, আল আমিন হোসেন, মোঃ রবিউল হাসান, মোঃ কাউসার, মোঃ দুলাল স্বর্ণকার, মোঃ আব্দুস সাত্তার, মোঃ জসিম, মোঃ ফারুক, জাহাঙ্গীর আলমসহ মাদ্রাসা শিক্ষক, অভিভাবক, শিক্ষার্থী ও এলাকার সুধীজন আলোচনা সভায় আধুনিক শিক্ষার সমন্বয়ে, শিক্ষার গুণগতমান নিয়ে, সু-শিক্ষাই জাতির মেরুদন্ড, দ্বীনি শিক্ষা ছাড়া সু-শিক্ষিত হওয়ার বিকল্প পথ নেই, আলহাজ্ব সেকান্দার আলী আল্লামা বজলুর রহিম হাশেমী (রাঃ) মহিলা হাফেজিয়া মাদ্রাসার দিকনির্দেশনা মূলক বক্তব্য রাখেন। এখানে আদর্শ নূরানী বিভাগ, উন্নত মানের নাজেরা বিভাগ, স্পেশাল হিফজুল কোরআন বিভাগ, খতমী ছাত্রদের শোনানী বিভাগ।

এছাড়াও আবাসিক, অনাবাসিক, ডে-কেয়ার বিভাগে ভর্তি চলছে। মেধাবী ও দরিদ্র ছাত্রদের জন্য বিশেষ ছাড়। আলোচনা সভাশেষে মিলাদ মাহফিলের মধ্য দিয়ে উদ্বোধন অনুষ্ঠান সম্পন্ন হয়।

প্রতিবেদক: জামাল হোসেন, ৩ মার্চ ২০২৩

Share