চাঁদপুর শাহরাস্তির টামটা উত্তর ইউনিয়নের ৯নং ওয়ার্ড আওয়ামী লীগের ত্রি-বার্ষিক সম্মেলণে দুই গ্রুপের মধ্যকার সংঘর্ষে ৪ জন আহত হওয়ার ঘটনা ঘটে।
শুক্রবার বিকালে ওয়ারুক রহমানিয়া উচ্চ বিদ্যালয় মাঠে এ সংঘর্ষের ঘটনা ঘটে। এতে সভাপতি পদপ্রার্থী হাবিবুর রহমান ওই দিন রাতে শাহরাস্তি থানায় লিখিত অভিযোগ দায়ের করেছে।
এজাহার ও স্থানীয় সৃত্রে জানা যায়, শুক্রবার বিকালে টামটা উত্তর ইউনিয়নের ৯নং ওয়ার্ড আওয়ামী লীগের ত্রি-বার্ষিক কাউন্সিল চলাকালে অধিবেশনের শেষ পর্যায় এমরান হোসেন নামের এক যুবক ভোটার তালিকা নাম নেই কেন এ মর্মে অশ্লীল ভাষায় গালাগালি শুরু করে। তার সাথে রাঢা, আলীপুর ও সুরসই গ্রামের মেশকাত হোসেন, মানিক হোসেন মঞ্জুর হোসেন, বাচ্চু, হানিফ, মাঈনুদ্দিন, কামরুজ্জামান, মকবুল হোসেন, দর্জি ফারুকসহ আওয়ামী লীগের এ গ্রুপটি সম্মেলনের আগত অতিথি ও প্রার্থী হাবিবুর রহমানের উপর লাটি, দেশীয় অস্ত্র নিয়ে হামলা চালিয়েছে বলে অভিযোগ উঠে।
এ সময় হাবিবুর রহমানের গ্রুপের সাথে মারামারি রূপ ধারন করলে উভয় পক্ষের ৪ জন গুরুতর যখম হয়ে হাসপাতালে ভর্তি হয়। হাজীগঞ্জ উপজেলা স্বাস্থ্য কমপ্লেক্সে ভর্তি আছে হাবিবুর রহমানের দুই ছেলে মসিউর রহমান তুহিন ও আসিফুর রহমান। অন্যগ্রুপের দুইজনকে শাহরাস্তি উপজেলা হাসপাতালে ভর্তি রয়েছে বলে জানা যায়।
এদিকে ইউনিয়ন ও উপজেলা আওয়ামী লীগের নেতৃবৃন্দ সংঘর্ষের ঘটনাটি উদ্দেশ্যমূলক দাবি করে সম্মেলনের কার্যক্রম বন্ধ করে দেয়।
এ বিষয়ে থানায় অভিযোগকারী আওয়ামী লীগ নেতা হাবিবুর রহমান বলেন, তারা মূলত আমাকে প্ররাজিত করার লক্ষে এ হামলাটি চালিয়েছে। আমি এ ঘটনার তীব্র নিন্দ্রা জানাই এবং আওয়ামী লীগের সুন্দর সম্মেলনকে নষ্ট বানচালকারী সন্ত্রাসীদের বিরুদ্ধে আইনগত ব্যবস্থা গ্রহনের জন্য প্রশাসনের সু-দৃষ্টি কামনা করছি।
স্টাফ করেসপন্ডেট