চাঁদপুরের শাহরাস্তিতে উদ্দীপন চাঁদপুর পূর্ব অঞ্চল (শাহরাস্তি) এর আয়োজনে আন্তর্জাতিক নারী দিবস উদযাপনে বর্ণাঢ্য র্যালি, মানববন্ধন, আলোচনা সভা ও সাংস্কৃতিক অনুষ্ঠান হয়েছে। ৮ মার্চ উপজেলা চত্বরে বর্ণাঢ্য র্যালিতে প্রধান অতিথি হিসেবে উপস্থিত ছিলেন উপজেলা নির্বাহী অফিসার শিরীন আক্তার।
বিশেষ অতিথি- উপজেলা পরিষদের ভাইস চেয়ারম্যান তোফায়েল আহমেদ ইরান, মহিলা ভাইস চেয়ারম্যান কামরুন্নাহার কাজল, শাহরাস্তি থানার অফিসার ইনচার্জ মোঃ শাহ আলম এলএলবি, উপজেলা মহিলা বিষয়ক কর্মকর্তা আবদুল আউয়াল আখন্দ, উপজেলা সমাজসেবা কর্মকর্তা আবু ইসহাক, মাধ্যমিক শিক্ষা কর্মকর্তা আহসান উল্যাহ চৌধুরী।
এ সময় উপস্থিত ছিলেন উদ্দীপন সংস্থার চাঁদপুর পূর্ব অঞ্চল উদ্দীপন আঞ্চলিক ব্যবস্থাপক স্বপন কুমার, শাহরাস্তি শাখার ব্যবস্থাপক তহিদুল ইসলাম, উদ্দীপন সংস্থার চাঁদপুর আঞ্চলিক হিসাব রক্ষক ফয়েজ আহমেদ, শাহরাস্তি শাখার হিসাব রক্ষক কামরুল হাসান, শাখা ব্যবস্থাপক সেলিম হোসেন, উদ্দীপন সহকারী মোঃ রাজিয়া বেগম, সুমি আক্তার, নিপা, শারমিন আক্তারসহ উদ্দীপন সংস্থার নেতৃবৃন্দ উপস্থিত ছিলেন। র্যালি শেষে উদ্দীপন সংস্থার নিজ কার্যালয়ে আলোচনা সভা অনুষ্ঠিত হয়।
প্রতিবেদক : জামাল হোসেন, ৮ মার্চ ২০২০
Chandpur Times | চাঁদপুর টাইমস Top Newspaper in Chandpur