চাঁদপুরের শাহরাস্তি উপজেলার টামটা দক্ষিণ ইউনিয়নের ধোপল্লা মধ্য বাজারে ৬টি দোকানে আগুন লেগে পুড়ে ছাই হয়ে গেছে। ৬ নভেম্বর শনিবার রাতে এই ঘটনাটি ঘটে।
খবর পেয়ে হাজীগঞ্জ ও শাহরাস্তির ফায়ার সার্ভিস এর ৪ টি ইউনিট দীর্ঘ ৩ ঘন্টা চেষ্টা চালিয়ে আগুন নিয়ন্ত্রণে আনে।
প্রাথমিক তথ্যমতে ইলেকট্রিক শর্টসার্কিট থেকে আগুনের সূত্রপাত হতে পারে বলে ধারনা করছে ফায়ার সার্ভিস এর কর্মকর্তারা।
স্থানীয় এক ব্যবসায়ী জানান, গত রাত আনুমানিক সাড়ে ১০টার দিকে মিনিটের সময় হঠাৎ করেই আগুনের সূত্রপাত হয় পরে মুহূর্তে আগুন চারদিকে ছড়িয়ে পড়ে এবং বাজারের ৬ টি দোকান পুড়ে ছাই হয়ে যায়। ক্ষতিগ্রস্ত দোকানগুলোর মধ্যে বেকারী,ঔষদের দোকান , কনফেকশনারী ও স্বর্ণের দোকান রয়েছে। এতে প্রায় ৪০ লাখ টাকার ক্ষয়ক্ষতি হয়েছে বলে দাবী তাদের।
খবর পেয়ে উপজেলা নির্বাহী অফিসার শিরীন আক্তার অগ্নিকাণ্ডের ঘটনা স্থল পরিদর্শন করেন।
প্রতিবেদক: মো. জামাল হোসেন, ৭ নভেম্বর ২০২১
Chandpur Times | চাঁদপুর টাইমস Top Newspaper in Chandpur